রবিবার, ১৮ মে ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সরকারী খোলা থাকার নির্দেশ অমান্য করে তালা ঝুলছে নিকারিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়: হাসনাত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড সিরাজগঞ্জ জেলা বিএনপি সহসভাপতি রানার পিতা টি এম মহশীনের ১১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল উদয়ন আইডিয়াল স্কুলের বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন সচেতনতা বাড়াতে ৮০০ ছাত্রীর মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ ইমান আকিদা ও ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করতে জামায়াতে ইসলামী আন্দোলন চালিয়ে যাবে: মাওলানা শাহজাহান তথ্য উপদেষ্টার মাথায় বোতল ছুড়ে মারা প্রসঙ্গে মুখ খুললেন সেই ছাত্র গাভী নিয়ে গেছে বিএনপি নেতা, বাছুর কোলে নিয়ে আদালতে নারী ডোমারে প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনও’র কাছে স্মারকলিপি প্রদান
ঈদের আগেই সহকর্মীদের পাশে দাঁড়ালেন চিত্রনায়িকা শিল্পী

ঈদের আগেই সহকর্মীদের পাশে দাঁড়ালেন চিত্রনায়িকা শিল্পী

বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা শিল্পী নব্বইয়ের দশকের সুপরিচিত নাম। বর্তমানে চলচ্চিত্রে কাজ না করলেও এই অঙ্গনের মানুষের সঙ্গে তার আত্মার সম্পর্ক বলা যায়। কারণ এই চলচ্চিত্র তাকে তারকাখ্যাতি দিয়েছে। বিভিন্ন সময়ে চলচ্চিত্রের মানুষের পাশে দাঁড়িয়েছেন শিল্পী। ঈদ উপলক্ষে প্রিয় অঙ্গনের অসহায় সহকর্মীদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি। এবারও তাই করলেন শিল্পী। তিনি ৩ লাখ টাকা অনুদান দিয়েছেন।

এর মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাতে অসচ্ছল শিল্পীদের জন্য ২ লাখ টাকা এবং চলচ্চিত্রের বিভিন্ন পেশাজীবীদের জন্য ১ লাখ টাকা দিয়েছেন তিনি। এ ব্যাপারে শিল্পী বলেছেন, এই চলচ্চিত্রের জন্যই মানুষ আমাকে চেনেন। এই অঙ্গনের প্রিয় ভাই-বোনদের জন্য অল্প কিছু উপহার আমার পক্ষ থেকে। আমার এই উপহারে তারা যদি কিছুটাও উপকৃত হয় খুব ভালো লাগবে। ১৯৯৪ সালে আওলাদ হোসেন চাকলাদার পরিচালিত ‘নাগ নর্তকী’ ছবি দিয়ে চলচ্চিত্রে নাম লেখান শিল্পী। তবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ১৯৯৫ সালে আমিন খানের বিপরীতে ‘বাংলার কমান্ডো’। এরপর নায়করাজ রাজ্জাকের পরিচালনায় ‘বাবা কেন চাকর’ ছবির মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন তিনি। প্রয়াত নায়ক সালমান শাহের সঙ্গে  ‘প্রিয়জন’ নামের একটি ছবি করেছিলেন শিল্পী। ছবিটি দর্শকমহলে দারুণ প্রশংসিত হয়। শিল্পীর সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি দুটো হলো ‘প্রেমের নাম বেদনা’ এবং ‘সুজন বন্ধু’।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com