বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বীর চট্টগ্রামের গর্বিত সন্তান নাদিম চৌধুরীকে কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সভাপতি হিসেবে দেখতে চাই নরসিংদীর মনোহরদীতে ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা সংগ্রামের গল্প: ভোলার সন্তান আব্দুল্লাহ আল মামুন তালুকদার একজন নেতা, একজন স্বপ্নদ্রষ্টা কটিয়াদীতে ৬ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার মির্জাপুরে স্কুল শিক্ষক বসতবাড়ি আগুনে পুড়ে ছাই রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগে পুনর্মিলনী উপলক্ষে আহ্বায়ক কমিটি গঠন চুক্তি মেনেই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে: ভারত ইপিজেড ক্লাবের দোয়া মাহফিল অনুষ্ঠিত কদমতলী থানার কার্যক্রম উল্লেখযোগ্য ভাবে বেড়েছে
অমিতাভ-জয়ার দাম্পত্য জীবনের ৪৭ বছর

অমিতাভ-জয়ার দাম্পত্য জীবনের ৪৭ বছর

বিনোদন ডেস্ক: সত্তর দশকের কথা। পুনের একটি ফিল্ম ইনস্টিটিউশনে অভিমাভ বচ্চনকে প্রথমবার দেখেছিলেন জয়া বচ্চনের। নির্মাতা কে আব্বাস এবং একটি দলের সঙ্গে সেখানে গিয়েছিলেন অমিতাভ। সেদিন কোন আলোচনা হয়নি অমিতাভ-জয়ার মাঝে। কিন্তু তবুও বলিউডের এই মেগাস্টারের ব্যক্তিত্ব নাকি মুগ্ধ করেছিল জয়াকে।

সত্তর দশকের ওই সময়টিতে অভিনেতা হিসেবে বলিউড ইন্ডাস্ট্রিতে জায়গা করে নেওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছিলেন অমিতাভ বচ্চন। তবে সেসময় জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন জয়া বচ্চন।

গ্লসি ম্যাগাজিনের প্রচ্ছদকন্যা হয়েছিলেন জয়া বচ্চন। আর সেসময় নাকি বলিউডের এই অভিনেত্রীর সৌন্দর্য চোখে পড়ে অমিতাভের।

এদিকে, ভালো স্বামী হওয়ার জন্য একজন পুরুষের মাঝে যা যা থাকা দরকার যেমন ভালো সঙ্গ, সবকিছুর সঙ্গে সমানতালে তাল মেলানো, সংস্কৃত এবং মর্ডান তার সবকিছুই নাকি অমিতাভ বচ্চনের মাঝে খুঁজে পেয়েছিলেন জয়া। বিভিন্ন সাক্ষাৎকারে নিজের প্রেমের গল্প শোনাতে গিয়ে এসব কথা বারবার স্বীকার করেছেন তিনি।

অমিতাভ-জয়ার আনুষ্ঠানিকভাবে দেখা হয় হরিকেশ মুখার্জির ‘গুড্ডি’ ছবিতে। এতে প্রথমবার জুটিবদ্ধ হয়ে কাজ করেছিলেন তারা। তবে এই তারকা জুটির প্রেমের শুরুটা হয় ‘এক নজর’ ছবির সেট থেকে।

এই তারকা জুটির প্রেমের সম্পর্ক পরিণতি পায় ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জাঞ্জির’ ছবির সফলতার পর।

অমিতাভ বচ্চন ও তার বন্ধুরা মিলে পরিকল্পনা করেছিলেন যে, ‘জাঞ্জির’ যদি ব্যবসা সফল হয় তাহলে সকলে মিলে লন্ডনে বেড়াতে যাবেন। কিন্তু ছবিটি সফলতা লাভ করলেও তাদের পরিকল্পনায় আপত্তি জানান অমিতাভ বচ্চনের বাবা-মা। সেময় তারা বলিউড শাহেনশাকে বলেছিলেন, “যদি তুমি বিয়ে না করো তাহলে লন্ডন যেতে পারবে না।” বাবা-মায়ের এমন মন্তব্যেরে পরই জীবনে বড় সিদ্ধান্তটি নিয়ে ফেলেন অমিতাভ-জয়া। ১৯৭৩ সালের ৩ জুন বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। দেখতে দেখতে একসঙ্গে কাটিয়ে দিয়েছেন দাম্পত্য জীবনের ৪৭টি বছর।

আজ (৩ জুন) এই তারকা দম্পতির ৪৭তম বিবাহবার্ষিকী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com