শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:৪৮ অপরাহ্ন
মোঃ জহিরুল ইসলাম সবুজ,আগৈলঝাড়াঃ
বরিশালের আগৈলঝাড়ায় মাদ্রাসা পড়ুয়া আট বছরের শিশু শিার্থীকে দোকানে শিকলে তালাবদ্ধ করে রেখেছে তার বাবা।
সরেজমিনে শুক্রবার দুপুরে দেখা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের আব্দুর রশিদ হাওলাদার রাংতা বাজারে চায়ের দোকানে আয়ের মাধ্যমে চার সদস্য নিয়ে কোন রকমে সংসারের ব্যয় নির্বাহ করে আসছিলেন।
মহামারী করোনার কারনে ছেলের মাদ্রাসা বন্ধ থাকায় রাজিহার-গৌরনদী সড়কের রাংতা ব্রীজের পাশে চায়ের দোকানে পায়ে শিকল দিয়ে তালাবদ্ধ করে তার বাবা রশিদ হাওলাদার বিকিকিনী করতে বসিয়ে দিয়েছে আটবছরের ছেলে গোলাম রাব্বীকে।
খোজ নিয়ে জানা গেছে, রশিদ হাওলাদার দুই ছেলে ও স্ত্রী নিয়ে রাংতা গ্রামে বসবাস করেন। তার পুর্বের স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে বরিশাল শহরে থাকে।
বৃহস্পতিবার সকালে রাব্বী বাড়ি থেকে বের হয়ে বন্ধুবান্ধবদের সাথে ঘুরে রাতে বাড়ি ফেরে। করেনার মধ্যে সারাদিন বাইরে থাকার জন্য রাব্বির মা শেফালী বেগম রাব্বীকে লাঠি নিয়ে তারা করে বকাঝকা করে। এ কারনে শুক্রবার সকালে দোকানে রাব্বিকে দোকানে বসিয়ে তার পায়ে শিকলে বেধে তালা মেরে রাখেতার বাবা রশিদ হাওলাদার।
শুক্রবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে ও রাব্বির মা শেফালি বেগমকে পাওয়া যয়নি তবে রাব্বির বাবা রশিদ হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ও মা ওকে শিকল দিয়ে বেঁধেছে।
এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা বলেন, মহামারী করোনার জন্য যে কোন বাবা মা সন্তানের নিরাপত্তার জন্য সাবধানতা অবলম্বন করতেই পারে।
তবে শিশু অধিকার আইন ২০১৩ ধারামতে কোন শিশুকে এভাবে শিকল দিয়ে বেঁধে রাখা অপরাধ। এধরনের কাজ করা কোন বাবা মায়ের উচিৎ না। ঘটনাটি দুঃখ জনক বলে অভিমত ব্যক্ত করেন তিনি।