বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ন
ভিশন বাংলা ডেস্ক: ‘বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন’ (বিএফডিসি) এখন অন্ধকার জগৎ বলে মন্তব্য করে জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান বলেছেন, এফডিসি হওয়ার কথা ছিল শিল্পচর্চার জায়গা। কিন্তু এখানে নোংরা রাজনীতি আর মারামারি হয়। এফডিসি এখন কোমায় চলে গেছে। এটা এখন অন্ধকার জগৎ।’ চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে শাকিব খান সম্প্রতি সামাজিকমাধ্যমে একটি পোস্ট করেন। শেখানে তিনি চলচ্চিত্রকে রক্ষার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন।
শাকিব খান প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখেন, ‘আপনি শুধু আমাদের কাজের পরিবেশটুকু তৈরি করে দিন, বাকিটা আমরাই তৈরি করে নেব।’ শাকিবা খানের ওই পোস্টের পর নানা আলোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে সোমবার (১৭ আগস্ট) গণমাধ্যমের পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে এফডিসি সম্পর্কে এসব মন্তব্য করেন। এর আগে তিনি ইনস্ট্রাগ্রামে ওই পোস্টে লিখেছিলেন, ‘গুটিকয়েক মানুষ বঙ্গবন্ধুর হাতে গড়া স্বপ্নের এই এফডিসিকে দেশের আপামর মানুষের কাছে বিতর্কিত করে চলছে। প্রকৃত শিল্পীদের মধ্যে ভেদাভেদ তৈরি করেছে। কর্মপরিবেশ নষ্ট করে চলছে। যার বিরুদ্ধে গোটা এফডিসির প্রতিটি সংগঠনই এখন কঠোর অবস্থানে রয়েছে। যখনই সিনেমায় সুদিন দেখতে পাই, তখনই গুটিকয়েক মানুষ নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে ইন্ডাস্ট্রিকে পিছিয়ে দেয়।’ এ বিষয়ে শাকিব খানের কাছে জানতে চাইলে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর কাছে একটা পয়সাও চাই না। আমি শুধু চাই, প্রধানমন্ত্রী যেন এফডিসির কর্মপরিবেশ ফিরিয়ে দেন। বাকিটা আমরাই গড়ে নেব, করে নেব। তিনি আমাদের শিল্পীদের বিভিন্ন অনুষ্ঠানে ডাকেন। আমরা সম্মানিত বোধ করি। এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে। তিনি ছাড়া আর কারও কাছে আমার কিছু বলার নেই।’