রবিবার, ১২ মে ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন

বসানো হলো পদ্মাসেতুর ৩৬তম স্প্যান

বসানো হলো পদ্মাসেতুর ৩৬তম স্প্যান

নিজস্ব প্রতিবেদক: ৩৬তম স্প্যান বসানোর মধ্যে দিয়ে পদ্মাসেতুর ৫ হাজার ৪শ’ মিটার দৃশ্যমান হলো। কারিগরি জটিলতা দেখা দেয়ায় গতকাল স্প্যান বসানো যায়নি। ফলে আজ শুক্রবার আবহাওয়া অনুকূলে থাকায় পদ্মাসেতুর ৩৬তম স্প্যানটি বসানো হলো। স্প্যনটি বসানোর মধ্যে দিয়ে সেতুর ৫ হাজার ৪শ’ মিটার অংশ দৃশ্যমান হলো।

সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের ২ ও ৩ নম্বর পিলারের ওপর ওয়ান-বি নামের স্প্যানটি বসানো হয়। এরইমধ্যে ৩৫টি স্প্যান বসিয়ে দৃশ্যমান হয়েছে সেতুর ৫ হাজার ২শ’ ৫০ মিটার। গতকাল সকাল ১০টার দিকে মুন্সিগঞ্জের মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনের মাধ্যমে ১শ’ ৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটিকে নিয়ে যাওয়া হয় নির্ধারিত পিলারের কাছে। কিন্তু কারিগরি সমস্যার কারণে স্প্যানটি বসানো সম্ভব হয়নি।

সেতুর প্রকল্পসূত্রে জানা যায়, ৩১ অক্টোবর পর্যন্ত পুরো পদ্মাসেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮২ শতাংশ। নদী শাসন কাজের অগ্রগতি ৭৫ শতাংশ। মূল সেতুর বাস্তব কাজের ৯০ দশমিক ৫০ শতাংশ সফলভাবে সম্পন্ন হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com