শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: মোংলার শিল্প ও সংস্কৃতিকে সামনে অগ্রসর এবং তরুণ প্রজন্মকে দেশীয় চলচ্চিত্রের প্রতি আকৃষ্ট করার লক্ষে দক্ষিণাঞ্চল চলচ্চিত্র সংঘের আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের কর্ণধার কাজী বাহাদুর হিমুর সভাপতিত্বে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় বিএলএস রোডস্থ দৈনিক পূর্বাঞ্চল অফিসে অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক শেখ মো. নুর আলম, মোংলা সরকারি কলেজের প্রভাষক নিগার সুলতানা সুমি, মোংলা সাহিত্য পরিষদের সভাপতি মো. মনির হোসেন, কন্ঠশিল্পী জীবনানন্দ অধিকারী, তরুণ নির্মাতা কৌশিক মল্লিক, নুর নাহার নয়না, ক্লারা ইমা বৈদ্য, পিংকি, সোহাগী, শেখ রাসেল, এমরান তালুকদার মনি, মো. রাকিব, তাওহিদুল ইসলাম, হাসিবুল হাসান রিফাত, আশিকুর রহমান ফয়সাল প্রমূখ। উক্ত আলোচনা সভার মিডিয়া পার্টনার ছিলো জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ভিশন বাংলা২৪.কম, আইপি টেলিভিশন ভিশন বাংলা.টিভি ও জাতীয় সাপ্তাহিক তদন্ত বিচিত্রা পত্রিকা।
সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে কাজী বাহাদুর হিমু বলেন, আমাদের দক্ষিণাঞ্চল চলচ্চিত্র সংগঠনের কার্যক্রম বা উদ্দেশ্য হলোঃ ১। মুক্ত চলচ্চিত্র নিয়ে আলোচনা,২। চলচ্চিত্রের ইতিহাস জানা,৩। চলচ্চিত্রের পাঠচক্র,৪। শৈল্পিক চলচ্চিত্র নিয়ে জানা,৫। চলচ্চিত্র নির্মাণ, ৬। ভবিষ্যৎ নির্মাতাদের নিয়ে আমাদের এই কার্যক্রম,৭। বছরে একটি করে চলচ্চিত্র উৎসব এর আয়োজন করা।যেখানে দেশ বিদেশের তরুণ নির্মাতাদের চলচ্চিত্র প্রদর্শিত হবে। এছাড়াও আমরা ২ মাস পরপর থিয়েটার ব্যাসিক বিভিন্ন ধরনের চলচ্চিত্র নির্মাণ নিয়ে কর্মশালার আয়োজন করা।এর দ্বারা এই সব অঞ্চলের তরুণ তরুনীরা চলচ্চিত্র নিয়ে ভাবার সাহস পাবে।দেশকে নতুনত্ব কিছু দেয়ার আগ্রহ পাবে। আসুন চলচ্চিত্র কে জানি।চলচ্চিত্রের কথা বলি।স্বপ্ন দেখি চলচ্চিত্র নিয়ে।