বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বীর চট্টগ্রামের গর্বিত সন্তান নাদিম চৌধুরীকে কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সভাপতি হিসেবে দেখতে চাই নরসিংদীর মনোহরদীতে ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা সংগ্রামের গল্প: ভোলার সন্তান আব্দুল্লাহ আল মামুন তালুকদার একজন নেতা, একজন স্বপ্নদ্রষ্টা কটিয়াদীতে ৬ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার মির্জাপুরে স্কুল শিক্ষক বসতবাড়ি আগুনে পুড়ে ছাই রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগে পুনর্মিলনী উপলক্ষে আহ্বায়ক কমিটি গঠন চুক্তি মেনেই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে: ভারত ইপিজেড ক্লাবের দোয়া মাহফিল অনুষ্ঠিত কদমতলী থানার কার্যক্রম উল্লেখযোগ্য ভাবে বেড়েছে
দীর্ঘ বিরতির পর ধারাবাহিকে “মডেল ও অভিনেত্রী মিষ্টি মারিয়া”

দীর্ঘ বিরতির পর ধারাবাহিকে “মডেল ও অভিনেত্রী মিষ্টি মারিয়া”

বিনোদন ডেস্ক: টানা তিন বছর পর ধারাবাহিক নাটকে অভিনয় করলেন মডেল ও অভিনেত্রী মিষ্টি মারিয়া। তার অভিনীত এই ধারাবাহিকটির নাম ‘গোড়াতে গলদ’। সোহেল রানার পরিচালনায় চলতি এই ধারাবাহিকটি রচনা করেছেন জাহিদ বাবুল।

মিষ্টি মারিয়া জানান, এতে তিনি সরলা নামের এক চা দোকানির চরিত্রে অভিনয় করছেন। এটি নাটকের অন্যতম ও অসাধারন এক চরিত্র। স্যাটেলাইট টেলিভিশন এসএ টিভির জন্যে নাটকটি নির্মিত হচ্ছে যার নির্বাহি প্রযোজক ইমদাদুল হক মিলন এবং পরিবেশনায় ডুয়েট ডট কমিউনিকেশন । এ নাটকে কাজ সম্পর্কে জানান; নাটকের সরলা একটি চমৎকার চরিত্র। সরলা নামের মেয়েটা মুদি দোকানি হলেও চা বিক্রি করে। সরলার এই মুদির দোকানে সবাই ভিড় করে। গ্রামের যত ভালো – মন্দ সবকিছু ওই দোকানে আলাপ – আলোচনা হয়। অনেকেই সুন্দরী সরলাকে পছন্দ করে। প্রেম করতে চায়। এই নাটকের গল্পে দেখা যাবে,বরদা মিঠু গ্রামের অনেক প্রতাপশালী একটা লোক। সেও সরলার পেছনে পড়ে থাকে। পাগলের মত এই মেয়েটাকে ভালোবাসে। অনেকেই অনেকভাবে পটাতে চায় তাকে।গ্রামের এমন আরও অনেক চরিত্র আছে, যারা সরলা নামের এই মেয়েটাকে অনেক জ্বালায়। গ্রামের এক ডাক্তারও সরলার প্রেমে মজনু হয়ে তার পেছন পড়ে থাকে।

মিষ্টি মারিয়া নাটকটি প্রসঙ্গে বলেন, অনেক দিন পর আমি এই ‘গোড়ায় গলদ’ ধারাবাহিকে অভিনয় করলাম। আমার চরিত্রটি অসাধারণ। সরলা চরিত্রের প্রেমে আমি এতে অভিনয় করছি। এমন ব্যতিক্রমী অসাধারণ চরিত্র আমাদের নাটকে খুব কমই দেখা যায়। মিষ্টি মারিয়া জানান, ‘ গোড়ায় গলদ ‘ ধারাবাহিকে তিনি ছাড়া আরও অভিনয় করেছেন বড়দা মিঠু, তারিক স্বপন, জিদান সরকার, শিশির আহমেদ, ফারজানা রিক্তা, দীপক কর্মকার, হিমু, রিমু রোজা খন্দকার, তুর্কি, ফারুক আহমেদ, মুকিত জাকারিয়া, সাইকা, জামাল রাজা ,স্বপ্না জেবা খান সহ আরও অনেকে। নাটকটি ডুয়েট ডট কমিউনিকেশনের ইউটিউবেও পাওয়া যাবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com