রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
মাদক সরবরাহকারীকে আটকে রেখে চাঁদা দাবী ঝুঁকিপূর্ণ সেক্টরে বিনিয়োগকারীদের জন্য অতিরিক্ত ডকুমেন্টেশন বাধ্যতামূলক করা উচিত শাস্তির ভয় না থাকলে অ্যান্টি মানি লন্ডারিং নীতিকে গুরুত্ব দেবে না নর্দার্ণ ইসলামি ইন্স্যুরেন্স কুড়িগ্রামে দ্বারিক মুক্ত সমবায় সমিতির নামে ৪ কোটি টাকা নিয়ে উধাও কর্মকতা, প্রতারিতদের আর্তনাদ! গুলতেকিনের পর এবার হুমায়ূনকে নিয়ে শাওনের পোস্ট দলগুলো একমত না হলে জুলাই সন‌দের বাস্তবায়ন পদ্ধ‌তি ঠিক করবে কমিশন: আলী রীয়াজ বিমা দাবি প্রত্যাখ্যান: কেন ঘটে, কীভাবে এড়ানো যায় বাংলাদেশ-চীনের জনগণের মধ্যে বন্ধুত্ব আরো দৃঢ় হয়েছে : ড. ইউনূস কুড়িগ্রাম চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অভিনয়কে বিদায় জানিয়ে চাকরি খুঁজছেন হাসান মাসুদ

দীর্ঘ বিরতির পর ধারাবাহিকে “মডেল ও অভিনেত্রী মিষ্টি মারিয়া”

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৩২৪

বিনোদন ডেস্ক: টানা তিন বছর পর ধারাবাহিক নাটকে অভিনয় করলেন মডেল ও অভিনেত্রী মিষ্টি মারিয়া। তার অভিনীত এই ধারাবাহিকটির নাম ‘গোড়াতে গলদ’। সোহেল রানার পরিচালনায় চলতি এই ধারাবাহিকটি রচনা করেছেন জাহিদ বাবুল।

মিষ্টি মারিয়া জানান, এতে তিনি সরলা নামের এক চা দোকানির চরিত্রে অভিনয় করছেন। এটি নাটকের অন্যতম ও অসাধারন এক চরিত্র। স্যাটেলাইট টেলিভিশন এসএ টিভির জন্যে নাটকটি নির্মিত হচ্ছে যার নির্বাহি প্রযোজক ইমদাদুল হক মিলন এবং পরিবেশনায় ডুয়েট ডট কমিউনিকেশন । এ নাটকে কাজ সম্পর্কে জানান; নাটকের সরলা একটি চমৎকার চরিত্র। সরলা নামের মেয়েটা মুদি দোকানি হলেও চা বিক্রি করে। সরলার এই মুদির দোকানে সবাই ভিড় করে। গ্রামের যত ভালো – মন্দ সবকিছু ওই দোকানে আলাপ – আলোচনা হয়। অনেকেই সুন্দরী সরলাকে পছন্দ করে। প্রেম করতে চায়। এই নাটকের গল্পে দেখা যাবে,বরদা মিঠু গ্রামের অনেক প্রতাপশালী একটা লোক। সেও সরলার পেছনে পড়ে থাকে। পাগলের মত এই মেয়েটাকে ভালোবাসে। অনেকেই অনেকভাবে পটাতে চায় তাকে।গ্রামের এমন আরও অনেক চরিত্র আছে, যারা সরলা নামের এই মেয়েটাকে অনেক জ্বালায়। গ্রামের এক ডাক্তারও সরলার প্রেমে মজনু হয়ে তার পেছন পড়ে থাকে।

মিষ্টি মারিয়া নাটকটি প্রসঙ্গে বলেন, অনেক দিন পর আমি এই ‘গোড়ায় গলদ’ ধারাবাহিকে অভিনয় করলাম। আমার চরিত্রটি অসাধারণ। সরলা চরিত্রের প্রেমে আমি এতে অভিনয় করছি। এমন ব্যতিক্রমী অসাধারণ চরিত্র আমাদের নাটকে খুব কমই দেখা যায়। মিষ্টি মারিয়া জানান, ‘ গোড়ায় গলদ ‘ ধারাবাহিকে তিনি ছাড়া আরও অভিনয় করেছেন বড়দা মিঠু, তারিক স্বপন, জিদান সরকার, শিশির আহমেদ, ফারজানা রিক্তা, দীপক কর্মকার, হিমু, রিমু রোজা খন্দকার, তুর্কি, ফারুক আহমেদ, মুকিত জাকারিয়া, সাইকা, জামাল রাজা ,স্বপ্না জেবা খান সহ আরও অনেকে। নাটকটি ডুয়েট ডট কমিউনিকেশনের ইউটিউবেও পাওয়া যাবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com