বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি অনেকদিন ধরেই অভিনয়ে নেই। গুঞ্জন শোনা যায়, বিয়ে করে সংসারে মনযোগ দিয়েছেন তিনি। এক সন্তানের মাও হয়েছেন পপি।
শুধু তাই নয়, ব্যবসায়ী স্বামীর নিষেধেই সিনেমা ছেড়ে দিয়েছেন পপি। আর কখনো অভিনয়ে দেখা যাবে না তাকে, এমন খবরও পাওয়া গেছে। তবে সব গুঞ্জন আকারেই ছড়িয়েছে শোবিজে।এবার এসব ধোঁয়াশাকে শুধুই গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন পপি। তিনি নিজে সিনেমার একটি সূত্রকে নিশ্চিত করেন, তার বিয়ে ও মা হওয়ার খবর গুঞ্জন।
সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মোবাইল ফোন—সব কিছুই বন্ধ রেখেছিলেন। এই সময়ে তাঁর বিয়ে ও মা হতে যাওয়ার খবরও চাউর হয়। এ বিষয়ে তাঁর পরিবারও ছিল অন্ধকারে। দুই সপ্তাহ আগে পপির বাবা আমির হোসেন টুলু বলেছিলেন, ‘আমিও লোকমুখে শুনেছি পপি বিয়ে করেছে। তবে আমরা কিছুই জানি না। দীর্ঘদিন ধরে আমি ঢাকা ছেড়ে খুলনায় বসবাস করছি।’
গত ৩০ জুন হঠাৎই আড়াল ভাঙলেন পপি। পুরনো নম্বর বদলে নিয়েছেন নতুন মোবাইল নম্বর। সেই নম্বর প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘আমাকে নিয়ে যা যা রটেছে তার সব ব্যাখ্যা নিয়ে হাজির হব শিগগির। শুধু জানিয়ে রাখি, পারিবারিক কিছু সমস্যার কারণে আমাকে আড়ালে থাকতে হয়েছে। সেসব সমস্যা কাটিয়ে উঠেছি। অনেক কাঠখড়ও পোড়াতে হয়েছে, যা সবার জানা উচিত। সবার কাছ থেকে আর কিছুদিন সময় চেয়ে নিচ্ছি।’