সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলা; শিবিরের ২৪ ঘণ্টার আল্টিমেটাম জাতীয় বেতন কমিশনের মতবিনিময় সভা শিক্ষকদের সঙ্গে করণ জোহরের সিনেমায় অভিনয় করেননি জয়া আহসান তরুণদের বীমায় সম্পৃক্ত করতে আইডিআরএর গ্রাহক সেবা পক্ষ উদ্বোধন সোনার বাংলা ইনস্যুরেন্সের নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত প্রতীকের তালিকায় শাপলা না থাকায় দেওয়া সম্ভব হচ্ছে না: ইসি গার্ডিয়ান লাইফ শতভাগ ক্যাশলেস; লেনদেন হবে ডিজিটাল মাধ্যমে গ্রাহক আস্থা ও সুশাসনে উদাহরণ জেনিথ ইসলামী লাইফ পুড়েছে আমদানির, নিরাপদ রয়েছে রপ্তানির অংশ: বিমান উপদেষ্টা সিংড়ায় অধ্যক্ষ আনুকে বিজয়ী করতে জেলা বিএনপির মতবিনিময় সভা

কাঁচের পুতুলের সাকসেসের পেছনের গল্প

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২ মার্চ, ২০১৮
  • ১১৭২

কাজী বাহাদুর হীমু: গেলো ২৫শে ডিসেম্বর মুক্তি দেয়া হয়েছে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেল থেকে সাড়া জাগানো শর্টফিল্ম কাঁচের পুতুল । মুক্তির সাথে সাথে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে ফিল্মটি সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে । অতীতের সব রেকর্ড ভেঙে মাত্র ২৪ ঘন্টায় ফিল্মটি ২ লক্ষ ভিউয়ারের মাইল ফলক স্পর্শ করে । এই নিয়ে আমরা কথা বলেছি শর্ট ফিল্মটির চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতা শিশির সিক্তর সাথে । তিনি জানিয়েছেনঃ-
সাদা মাটা একটা গল্প ছিলো আমাদের কিন্তু গল্পের ভেতরের প্রেমে ছিল পাহাড় সমান জটিলতা । ক্যান্সার আক্রান্ত একটা ছেলে তার জীবনের শেষ দিন গুলোতে এসে একটা মেয়ের প্রেমে পড়ে যায় । দিন যত বাড়তে থাকে প্রেমের জটিল উদ্যানে হারাবার ভয় জাগতে থাকে তাওফিফের তার প্রেমিকা শুভ্রাকে (নাদিয়া খানম)। শুভ্রাকে সে বলতে পারে না তাকে সে কতটা ভালোবাসতে শুরু করেছে । কারণ মনের মধ্যে এক লুকানো ভয় । সে আর কিছু দিন পরেই মারা যাবে । এভাবেই মৃত্যু,প্রেমের উপাখ্যান সব মিলিয়ে কবিতার মত আরামদায়ক একটি গল্পের চিত্রনাট্য ও সংলাপের কাজ আমাকে করতে হয়েছিলো ।

ফিল্মের শর্ত ছিলো কোন ক্যারেক্টার মুখে কথা বলবে না তাদের মনের অপারগ আবেগ গুলো তুলো ধরতে হবে ভয়েজ ন্যারেশনের মধ্য দিয়ে । দর্শক সেটাকে খুব ভালো ভাবেই গ্রহণ করছে আমার সংলাপের মধ্য দিয়ে । গল্পের অবদানের পেছনে সব চেয়ে বড় ভুমিকা ছিলো এই ফিল্মের সিনেমাটোগ্রাফার রাহাত বাপ্পির । তিনি আমাদের নতুন ধরণের এক গল্প শোনায় । যে গল্প প্রাণ ফিরে পায় বা যাকে ফ্রেমে প্রাণ দেয় তরুণ নির্মাতা মাসুম রুবেল । এক জন পরিচালকের যেটা সব থেকে বড় কাজ থাকে গল্পের ভিজুয়ালাইজেশন চিত্রনাট্যের মত করেই গড়ে তোলা । সেটা সে নিখুত ভাবেই করতে পেরেছিলেন বলে ফিল্মটি বাংলাদেশের মানুষের কাছে গ্রহণ যোগ্যতা পাচ্ছে ।
এই ফিল্মের এক মাত্র গানটিতে কন্ঠ দিয়েছে সৈয়দ নাফিজ । বিশেষ চরিত্রে শুভ্র ছিলেন শুভ্র বিশ্বাস । সব শেষ কাঁচের পুতুল ছিলো রাহাত বাপ্পির রাকিব মিডিয়া টেকের পরিপূর্ণ একটি প্রডাকশন । যেটা ইতিহাসে পা রাখলো ।

ভালো থেক চাঁদ,
ভালো থেক হৃদয়ের গন্ধ,
ভালো থেক অবেলায় ফোটা ফুল,
I… I love you shuvra  ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com