শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিকের মোটরসাইকেল চুরি: নিরাপত্তাহীনতায় সাংবাদিক সমাজ, প্রশ্নবিদ্ধ আইনশৃঙ্খলা পরিস্থিতি কাঠালিয়ায় মিথ্যা মামলা থেকে অব্যাহতি পাওয়ার দাবিতে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন পটুয়াখালীর মির্জাগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত বিয়ে করতে রাজি না হওয়ায় পিটিয়ে প্রেমিকের হাত-পা ভাঙলেন তরুণী এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখানো হলো মেঘনা আলমকে সারা দেশে বজ্রবৃষ্টি, সতর্ক করল আবহাওয়া অফিস বিয়ের নামে প্রতারণা, নিঃস্ব প্রবাসী নতুন দায়িত্ব পেলেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন গুলশানে স্পা’র আড়ালে শাহ আলম ও দালাল আলাউদ্দিনের দেহ ব্যবসা
কাঁচের পুতুলের সাকসেসের পেছনের গল্প

কাঁচের পুতুলের সাকসেসের পেছনের গল্প

কাজী বাহাদুর হীমু: গেলো ২৫শে ডিসেম্বর মুক্তি দেয়া হয়েছে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেল থেকে সাড়া জাগানো শর্টফিল্ম কাঁচের পুতুল । মুক্তির সাথে সাথে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে ফিল্মটি সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে । অতীতের সব রেকর্ড ভেঙে মাত্র ২৪ ঘন্টায় ফিল্মটি ২ লক্ষ ভিউয়ারের মাইল ফলক স্পর্শ করে । এই নিয়ে আমরা কথা বলেছি শর্ট ফিল্মটির চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতা শিশির সিক্তর সাথে । তিনি জানিয়েছেনঃ-
সাদা মাটা একটা গল্প ছিলো আমাদের কিন্তু গল্পের ভেতরের প্রেমে ছিল পাহাড় সমান জটিলতা । ক্যান্সার আক্রান্ত একটা ছেলে তার জীবনের শেষ দিন গুলোতে এসে একটা মেয়ের প্রেমে পড়ে যায় । দিন যত বাড়তে থাকে প্রেমের জটিল উদ্যানে হারাবার ভয় জাগতে থাকে তাওফিফের তার প্রেমিকা শুভ্রাকে (নাদিয়া খানম)। শুভ্রাকে সে বলতে পারে না তাকে সে কতটা ভালোবাসতে শুরু করেছে । কারণ মনের মধ্যে এক লুকানো ভয় । সে আর কিছু দিন পরেই মারা যাবে । এভাবেই মৃত্যু,প্রেমের উপাখ্যান সব মিলিয়ে কবিতার মত আরামদায়ক একটি গল্পের চিত্রনাট্য ও সংলাপের কাজ আমাকে করতে হয়েছিলো ।

ফিল্মের শর্ত ছিলো কোন ক্যারেক্টার মুখে কথা বলবে না তাদের মনের অপারগ আবেগ গুলো তুলো ধরতে হবে ভয়েজ ন্যারেশনের মধ্য দিয়ে । দর্শক সেটাকে খুব ভালো ভাবেই গ্রহণ করছে আমার সংলাপের মধ্য দিয়ে । গল্পের অবদানের পেছনে সব চেয়ে বড় ভুমিকা ছিলো এই ফিল্মের সিনেমাটোগ্রাফার রাহাত বাপ্পির । তিনি আমাদের নতুন ধরণের এক গল্প শোনায় । যে গল্প প্রাণ ফিরে পায় বা যাকে ফ্রেমে প্রাণ দেয় তরুণ নির্মাতা মাসুম রুবেল । এক জন পরিচালকের যেটা সব থেকে বড় কাজ থাকে গল্পের ভিজুয়ালাইজেশন চিত্রনাট্যের মত করেই গড়ে তোলা । সেটা সে নিখুত ভাবেই করতে পেরেছিলেন বলে ফিল্মটি বাংলাদেশের মানুষের কাছে গ্রহণ যোগ্যতা পাচ্ছে ।
এই ফিল্মের এক মাত্র গানটিতে কন্ঠ দিয়েছে সৈয়দ নাফিজ । বিশেষ চরিত্রে শুভ্র ছিলেন শুভ্র বিশ্বাস । সব শেষ কাঁচের পুতুল ছিলো রাহাত বাপ্পির রাকিব মিডিয়া টেকের পরিপূর্ণ একটি প্রডাকশন । যেটা ইতিহাসে পা রাখলো ।

ভালো থেক চাঁদ,
ভালো থেক হৃদয়ের গন্ধ,
ভালো থেক অবেলায় ফোটা ফুল,
I… I love you shuvra  ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com