বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক:
মাদক মামলায় কারাগারে ছিলেন চিত্রনায়িকা পরীমণি। প্রথম দিকে শোবিজের তারকারা তার পক্ষে কথা না বললেও শেষের দিকে তার পক্ষে দাঁড়াতে শুরু করেন তারকারা। সে সময় রাজপথে মানববন্ধনও করেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীমণির পক্ষে জনমত গঠন করতেও দেখা গেছে তাদের। এ তালিকায় অনেক নির্মাতা ও সিনিয়র-জুনিয়র তারকা রয়েছেন।
জামিনেমুক্ত পরীমণি সম্প্রতি কারাগার থেকে বাসায় ফিরে ওই তারকাদের একজন, রাজ রিপাকে স্বর্ণের পায়েল উপহার দিয়েছেন। অনেকেই বলছেন, দুর্দিনে পাশে থাকার জন্য এটি পরীমণির কৃতজ্ঞতা প্রকাশ।
পরীমণি কারাগার থেকে বাসায় ফেরার পর তার সঙ্গে দেখা করতে যান রিপা। তখনই তাকে স্বর্ণের পায়েল পরিয়ে দেন তিনি। রিপা বলেন, ‘একটা মানুষ এত মিষ্টি হয় কীভাবে! তিনি আমাকে যেভাবে সম্মান জানালেন, আপ্যায়ন করলেন, আমি মুগ্ধ হয়ে গেছি।’
রাজ রিপা শুক্রবার নিজের ফেসবুকে ঘটনাটি শেয়ার করেন। তিনি লিখেন, ”এভাবে ‘ছোট বোন’ বলে ডাকলা পরীমণি আপি। তাহলে আমার ‘বড় বোন’ ডাক নামটা ব্যর্থ হয়নি। আমার কিছু ভুল ধারণা পরিবর্তন হয়েছে তোমাকে খুব কাছে থেকে দেখার পর। শ্রদ্ধা-ভালোবাসা আরও দ্বিগুণ হয়ে গেল।”
পরীমণির মুক্তির দাবিতে যখন রাজধানীর শাহবাগে মানববন্ধন হয় সেখানে অংশ নিয়েছিলেন রিপা।