বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রে বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। ফেসবুকে এই নায়িকাকে নিয়মিতই দেখা যায় নানা বিষয় নিয়ে সরব থাকেন। সম্প্রতি সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়ক ইমন ও নায়িকা মাহিয়া মাহির কথোপকথনের একটি কল রেকর্ড ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফোনালাপ ফাঁসের জেরে বেশ কিছু দিন ধরেই আলোচনায় চিত্রনায়িকা মাহিয়া মাহি। ফাঁস হওয়া অডিওটি দুই বছর আগের হলেও তা সম্প্রতি ফাঁস হয়।
গত ২৪ নভেম্বর ওমরাহর উদ্দেশে স্বামী রাকিবকে নিয়ে সৌদি আরব যান মাহিয়া মাহি।
ফোনালাপ ফাঁসের পর মাহি বলেছিলেন, বিকৃত এবং কুরুচিপূর্ণ ব্যবহার ও ভাষার প্রতিত্তোরের ভাষা আমার জানা ছিল না, নম্রতা আমার পারিবারিক শিক্ষা।
স্বামীসহ ওমরা পালন শেষে দেশে ফিরেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। দেশে ফিরেই আবারও শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন এই নায়িকা।
জানা গেছে, আগামী ১৭ ডিসেম্বর থেকেই ক্যামেরার সামনে দাঁড়াবেন মাহি। গুণী নির্মাতা চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘কাগজের বিয়ে’ নামের একটি ওয়েব ফিল্মে অভিনয় করবেন তিনি।
মাহি বলেন, চয়নিকা দিদির সঙ্গে কাজটিতে অনেক আগেই চুক্তিবদ্ধ হয়েছিলাম। শিডিউল দেওয়া ছিল, সেই অনুযায়ী শুটিংয়ে অংশ নেব।
মাহির সঙ্গে ‘কাগজের বিয়ে’-তে জুটি বাঁধবেন চিত্রনায়ক ইমন। দ্বিতীয়বারের মতো জুটি বাঁধতে চলেছেন তারা।