বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক: ভারতের ইতিহাসে সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাটির নাম ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। দক্ষিণ ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির এই সিনেমার জন্য তিন বছরেরও বেশি সময় ধরে অপেক্ষা করছেন দর্শক। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এল ‘কেজিএফ চ্যাপ্টার ২’ এর ট্রেলার। গত রোববার ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল হ্যান্ডেল থেকে ‘কেজিএফ চ্যাপ্টার ২’ ছবির ট্রেলার এর পোস্টার শেয়ার করে জানিয়েছেন, ‘বক্স অফিসে সুনামির জন্য তৈরি থাকুন। প্রকাশ্যে আসা ২ মিনিট ৫৬ সেকেন্ডের ট্রেলারটির পুরোটা জুড়েই ছিল অ্যাকশন। আর তাইতো আসন্ন ছবিটির ট্রেলারে ঝড় উঠেছে নেটমাধ্যম সহ দর্শকদের মাঝে। পাশাপাশি নেটদুনিয়ায় প্রশংসাও পাচ্ছে ট্রেলারটি। যশ অভিনীত সিনেমাটির প্রথম পর্ব মুক্তি পেয়েছিল ২০১৮ সালের ডিসেম্বরে।
মাঝখানে করোনার কারণে সিনেমাটি নিয়ে প্রতীক্ষার প্রহর শুধু দীর্ঘই হয়েছে দর্শকের। সেই প্রতীক্ষাই এখন ফুরোনোর পথে। ‘কেজিএফ’ এর কাহিনি মূলত ১৯৭০ থেকে ১৯৮০ দশকের প্রেক্ষাপটে। একজন অনাথ বালকের গ্যাংস্টারে রূপান্তরিত হওয়ার নানান কাহিনীকে ঘিরেই এর চিত্রনাট্য নির্মিত। যেখানে মূল ভূমিকায় দক্ষিণী সুপারস্টার যশকে এবং তার বিপরীতে অভিনয় করবেন শ্রীনিধি শেঠি। সেই সাথে ছবিটিতে আরো অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত, রাবিনা ট্যান্ডন সহ আরো অনেকে। প্রশান্ত নীল পরিচালিত ছবিটি বিশ্বব্যাপী কন্নড় সহ তামিল, তেলেগু, মালায়ালাম ও হিন্দি ভাষায় মুক্তি পাবে আগামী ১৪ এপ্রিল।