বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
নেতিবাচক ও উগ্র মন্তব্যের জেরে বেশ কিছুদিন কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। অ্যাকাউন্ট ফিরে পেতেই ফের পুরনো ছন্দে ফিরেছেন অভিনেত্রী। এবার যৌন অভিমুখ এবং পছন্দের স্বাধীনতা নিয়ে পোস্ট করলেন কঙ্গনা। সমপ্রেমের বিয়ে নিয়ে এবার টুইট করলেন অভিনেত্রী। লিঙ্গ কোনোভাবেই মানুষের প্রকৃতি নির্ধারণ করতে পারে না, সেই বিষয়ে নিজের মতামত প্রকাশ করেছেন অভিনেত্রী।
অভিনেত্রীর মতে, যৌন অভিমুখের ভিত্তিতে মানুষকে বিচার করা যায় না। যারা এভাবে বিচার করে তাদের দৌড় বেশিদূর নয়। পুরুষ কিংবা নারী এই বিষয়টি দিয়েই যারা নিজের পরিচিতি দেন, নিজেকে এভাবেই জাহির করেন, তাদের বিরুদ্ধেও সরব কঙ্গনা। সুপ্রিম কোর্টে সমলিঙ্গ বিবাহ নিয়ে শুনানি চলাকালীনই এমন মন্তব্য করেন কঙ্গনা রানাওয়াত। কঙ্গনার এই টুইট রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে ভক্তদের মাঝে। কেউ কেউ অভিনেত্রীর সঙ্গে একাত্মতা ঘোষণা করছেন। কেউ বা বিদ্রূপে মজেছেন বরাবরের মতো। তবে কঙ্গনা এসব পরোয়া করেন না। নিজের স্বাধীনচেতা মতামতের জন্যই তিনি বরাবরের মতো বিখ্যাত।