বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:১০ অপরাহ্ন
বাহাউদ্দীন তালুকদার :
দেশের ছবি ও নাটক ইন্ডাস্ট্রির ক্রান্তিকালে নতুন একটি প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে “উৎসব এন্টারটেইনমেন্ট’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বিনোদন জগতে সম্পূর্ণ নতুন কিছু করার পরিকল্পনা নিয়ে এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু বলে জানান প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাসুদ রানা।
মঙ্গলবার (০২ মে ২৩) বিকাল ৫ টায় রাজধানীর উত্তরা ১৫ নং সেক্টর ৪ নং রোডের সি ওয়ান ভিলায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবীন-প্রবীণ শিল্পী, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, সঙ্গীতসংশ্লিষ্ট ব্যক্তি, সাংবাদিক ছাড়াও মিডিয়ার অন্যান্য ক্ষেত্রের সম্মানিতরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইদ খান কালু।
উৎসব এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক রিপন ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিশেষ অতিথি ওয়েদ বিন চৌধুরী, মডেল তিথি ইসলাম সহ প্রমুখ।
উৎসব এন্টারটেইনমেন্টের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাসুদ রানা তিনি বলেন, দীর্ঘদিন থেকে পরিকল্পনা করছিলাম একটি প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করার। সেটা করতে পেরেছি। পৃষ্ঠপোষকতা করতে পারলে ভালো লাগবে।