বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:১১ অপরাহ্ন
বিনোদন প্রতিবেদক:
বাংলাদেশি চিত্রনায়িকা তমা মির্জা। ঈদুল আজহায় মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘সুড়ঙ্গ’। ছবিটি নিয়ে আলাপ করতে সম্প্রতি একটি সংবাদমাধ্যমের ঈদ আয়োজনে উপস্থিত ছিলেন এই অভিনেত্রী। সেখানে প্রেমের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তমা বলেন, ‘আমার জীবনে ভালোবাসা এসেছে খুবই কম। তা সংখ্যায় বলার মতো নয়। ভালোবাসতে অনেক সময় লাগে আমার। তবে কারও প্রতি ভালোবাসা এলে সহজে যেতে চায় না।’
চলচ্চিত্রের এক নির্মাতার সঙ্গে তার প্রেমের গুঞ্জনের বিষয়ে অভিনেত্রী বলেন, ‘প্রেম করি এ কথা সত্য। তবে বিয়ে করেছি—তা এইমাত্র শুনলাম। তবে আমি প্রেম করি, আমি সিঙ্গেল না।’
‘সুড়ঙ্গ’ সিনেমায় তমার বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো। তার সঙ্গে কাজের অভিজ্ঞতার বিষয়ে চিত্রনায়িকা বলেন, ‘অভিজ্ঞতা খুবই ভালো। নিশো ভাইয়ের সঙ্গে কাজের ভালো অভিজ্ঞতা হওয়াটাই স্বাভাবিক। তার মতো একজন অভিজ্ঞ ও জনপ্রিয় অভিনেতার সঙ্গে সিনেমায় কাজ করা সত্যিই ভাগ্যের ব্যাপার। তিনি এই সিনেমায় আমার সঙ্গে কাজ করতে রাজি হওয়ায় তার কাছে কৃতজ্ঞ।’