শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন
নিজেস্ব প্রতিবেদন: তারকারা তাঁদের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, ভালোবাসা, ভালো লাগাসহ নানা প্রসঙ্গ এখন ভক্তদের সঙ্গে সরাসরি ভাগাভাগি করেন। বেশির ভাগ ক্ষেত্রে যোগাযোগমাধ্যম হিসেবে ফেসবুক বেছে নেন তাঁরা। তারকাদের পোস্ট করা নানামুখী কর্মকাণ্ড নিয়ে ‘মনের কথা’ পড়ুন ফেসবুকের পাতা থেকে। চিত্রনায়িকা পরীমনি কারও উদ্দেশে লিখেছেন, ‘উনি সবকিছু এমন ষড়যন্ত্র বইলা চালায়ে যাইতে চান ক্যান!
শামসুন্নাহার স্মৃতি, যিনি পরীমনি নামে অধিক পরিচিত একজন বাংলাদেশী চলচ্চিত্রের মডেল ও অভিনেত্রী। ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে পরীমনির বড় পর্দায় অভিষেক হয়। তবে রানা প্লাজা ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন। পরীমনি মেরিল বিশেষ সমালোচক পুরস্কার প্রাপ্ত এবং বাবিসাস পুরস্কার প্রাপ্ত – বিশিষ্ট অভিনেতা (মহিলা) হিসেবে।