সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৫ পূর্বাহ্ন
মোঃ কামরুল হাসান লিটন: চট্টগ্রাম-জামালপুর রেলপথের ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের ২নং রেলক্রসিং এলাকায় রেলওয়ের আউটার সিগন্যালের সন্নিকটে শনিবার (২ নভেম্বর/২৪) গেইটম্যানের বিচক্ষনতায় অল্পের জন্য বাঁচলো বিজয় ট্রেন ও ট্রেনের যাত্রীরা।
গেইটম্যান মো. আমির হোসেন জানান, ট্রেন আসার পূর্বমুর্হূতে রেলগেইটের ওপরে ইট বোঝাই লরি ট্রাক বিকল হয়ে পড়ে। ট্রাকের ইঞ্জিন দ্বিখন্তিত হয়ে রেললাইনের ওপরে ট্রাক আটকে যায়। এ সময় ট্রেন আসতে থাকায় দৌড়ে লাল নিশান উড়িয়ে ট্রেনটিকে থামাতে সক্ষম হই। তিনি আরও জানান, ২০২১সনেও এ রকম দুর্ঘটনার শিকার হয়েছিলাম। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আগদিয়া গ্রামের আবুল হোসেনের পুত্র। উপজেলা সাবরেজিস্ট্রি জামে মসজিদের খতিব মুফতি মো. জিনাদ হোসেন বলেন, গেইটম্যানের দুরদর্শিকতায় ট্রেনের হাজারো যাত্রী, ইঞ্জিন ও বড়ধরণের একটা দুর্ঘটনা থেকে বাঁচা গেলো। পৌর শহরের পশ্চিমপাড়া মহল্লার কৃষক দল নেতা রফিক উদ্দিন চৌধুরী জানান, আমরা দেখলাম ট্রাকটি রেললাইনের ওপরে, চারদিকে চিৎকার-চেচামেছি চলছে। গেইটম্যান লাল রঙের একটি বিশাল পতাকা নিয়ে ট্রেন যে দিকে আসছে সেই দিকে ছুটছেন, ট্রেন আসছে, তিনিও দৌড়ে আসছেন। শতশত মানুষের আর্তনাদ। দুর্ঘটনাস্থলের কাছে এসেই ট্রেনটি থামলো। আমরা স্বস্তির নি:শ^াস ছাড়লাম। সত্যিই লাল কাপড়ের এমন ব্যবহার আমার জীবনে আর কখনো দেখি নাই।
দুর্ঘটনার শিকার ট্রাকের ড্রাইভার গোলকপুর গ্রামের আজমত আলীর পুত্র তাইজুল ইসলাম সাইমন জানান, গাঁওগৌরীপুর ইটভাটা থেকে ইট নিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিলাম। ২নং রেলক্রসিং অতিক্রমের সময় লরিট্রাক ইঞ্জিন ছিটকে যায় আর ইটবোঝাই ট্রাকের বডি ছিলো রেললাইনের ওপরে। এরপরে লালনিশান উড়িয়ে ট্রেন থামায়। এলাকাবাসীর সহযোগিতায় ট্রাক সরিয়ে আনা হয়।
এ দিকে আটকেপড়া ট্রাকটিকে সরাতে এলাকাবাসী ট্রাকের উপরে থাকা ইট সরিয়ে ট্রাককে সরিয়ে নেন। এ সময় ট্রেনটি প্রায় ২০মিনিট সেখানে আটকে থাকে। গেইটের দু’প্রান্তেও সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. সফিকুল ইসলাম জানান, ১৭টি কোচ নিয়ে আঠারবাড়ি রেলওয়ে স্টেশন থেকে ৭৮৫ আপ ট্রেনটি জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। গৌরীপুরের ১৩২নং গেইটে ট্রাক আটকে গেলে গেইটম্যান আমাদেরকে জানান। আমরাও কন্ট্রোলকে অবহিত করি। তবে গেইটম্যান লাল নিশান উড়িয়ে ট্রেনটি থামাতে সক্ষম হয়। ট্রেনটি সেখানে প্রায় ২০মিনিট আটকে ছিলো। গৌরীপুর জংশনে ৪টা ১০মিনিটের স্থলে ৪টা ৩০মিনিটে প্রবেশ করে। জামালপুরের উদ্দেশ্যে ৪টা ৫০মিনিটে ছেড়ে যায়। এ ঘটনায় কেউ আহত হয়নি।