শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩০ পূর্বাহ্ন
জীবনযাপন ডেস্ক: শিশুরাই আমাদের ভবিষ্যত। আর তাদের ভালো নাগরিক হিসেবে তৈরি করা আমাদের দায়িত্ব। এই কাজে একটি গুরুত্বপূর্ণ অংশ হলো তাদের মৌলিক শিষ্টাচার শেখানো। আচার-ব্যবহার শুধুমাত্র অন্যদের সাথে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে না, এটি শিশুদের আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদাও বৃদ্ধি করে।এমন কিছু শিষ্টাচার রয়েছে যেগুলো প্রত্যেক বাবা-মায়ের উচিত তাদের শিশুকে শেখানো। যাতে শিশু আরো ভালো মানুষ হতে পারে। কী সেই শিষ্টাচার চলুন জেনে নেওয়া যাক।
এটি দেখায় যে আপনি অন্যদের সাহায্য এবং ধারণাকে মূল্য দেন। যখন কারো কাছে কিছু চাইতে হয় তখন প্লিজ বলেতে হয় আর যখন কোনো কিছু পায় তখন তাকে ধন্যবাদ দিতে হয়। এই আচরণটি আপনার সন্তানকে শেখান।আপনার শিশুদের শেখান যে তারা যখন ভুল করে তখন ক্ষমা চাওয়া গুরুত্বপূর্ণ। অন্যদের কাছে ক্ষমা চাওয়ার সঠিক উপায়ও তাদের শেখান।
অন্যদের সম্মান করা শেখান
অন্যদের সম্মান করা শিষ্টাচারের একটি গুরুত্বপূর্ণ দিক। আপনার শিশুদের শেখান যে, প্রত্যেক ব্যক্তি আলাদা এবং তার নিজস্ব চিন্তাভাবনা ও অনুভূতি রয়েছে। অন্যের মতামতকে সম্মান করতে এবং তাদের সাথে বিনয়ের সঙ্গে কথা বলতে শেখান।অন্যদের সাহায্য করা শিষ্টাচারের একটি মূল্যবান গুণ। আপনার শিশুদের শেখান অন্যদের সাহায্য করার মধ্যে আনন্দ অনুভব করতে। তাদের শেখান যে এই ছোট জিনিসগুলোও কারো কাছে অনেক অর্থ বহন করতে পারে।
মনে রাখবেন, ছোটবেলা থেকেই শিশুদের এই বিষয়গুলো শেখানো উচিত। যাতে তারা পরবর্তীতে তাদের আচরণে এগুলো বাস্তবায়ন করতে পারে। এসব অভ্যাস তাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে এবং একজন ভালো মানুষ হয়ে উঠতে সাহায্য করবে।