বৃহস্পতিবার, ১৯ Jun ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নরসিংদীতে বিএসটিআই ও জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান: দুটি মিষ্টির দোকানে জরিমানা দখলকৃত প্রেসক্লাব অবমুক্ত করতে সাংবাদিকদের ৭ দিনের আল্টিমেটাম দাবি নিষ্পত্তিতে নির্ভরযোগ্য অবস্থানে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স শেখ হাসিনাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি ট্রাইব্যুনালের পিরোজপুর জেলা বিএনপির সংগ্রামী নেতা শেখ রিয়াজ উদ্দিন রানার নেতৃত্বে রাজপথে উদ্দীপনা জ্বালানির দাম বাড়বে কি না, জানালেন অর্থ উপদেষ্টা ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি জহিরের বিরুদ্ধে ফের বর্বরতা, খালপাড়ে মোখলেসের দুই হাত কেটে দিলো কুড়িগ্রামে ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মর্মান্তিক মৃত্যু কোটি কোটি টাকা আত্মসাৎ করে দেশকে পরাধীন-এর গোলাম বানিয়েছে তাদের মুখে দেশ পরিচালনার কথা মানায় না- সাজ্জাদুল মিরাজ ঝিনাইদহে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে কৃষক বাবার মৃত্যু 
এক ‘যাত্রা বিরতি’ নাটকে ৫০০ অভিনয়শিল্পী!

এক ‘যাত্রা বিরতি’ নাটকে ৫০০ অভিনয়শিল্পী!

বিনোদন ডেস্ক:

নির্মিত হয়েছে ঈদুল আজহার বিশেষ নাটক ‘যাত্রা বিরতি’। বরিশালের বিলাসবহুল একটি লঞ্চ এবং আশপাশের গ্রামীণ প্রেক্ষাপটকে কেন্দ্র করে সাজানো হয়েছে নাটকটির দৃশ্যপট। এতে প্রায় ৫০০ অভিনয়শিল্পী অভিনয় করেছেন।

আকবর হায়দার মুন্নার প্রযোজনায় সুবাতা রাহিক জারিফার রচনায় এবং আদিফ হাসানের পরিচালনায় এই ব্যতিক্রমধর্মী নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, সিনথিয়া ইয়াসমিন, সুমাইয়া অর্পা, বিনয় ভদ্র, হায়দার আলী, বাদল, কাঞ্চনসহ প্রায় পাঁচশ শিল্পী।

নাটকটির গল্প আবর্তিত হয়েছে ঢাকা থেকে বরিশালগামী একটি লঞ্চযাত্রা ঘিরে, যা ঈদের আগের রাতে সদরঘাট থেকে ছাড়ে। লঞ্চের সুপারভাইজার দেলোয়ার নিজেকে অতিজ্ঞানী ভাবলেও সে সাদাসিধে মানুষ। লঞ্চের ভিআইপি কেবিনের যাত্রী আইরিন ও তার ছোট বোনের সঙ্গে কিছু ঘটনাকে কেন্দ্র করে তার মনোমালিন্য হয়। শুরু হয় টানাপড়েন।

লঞ্চে রয়েছে আরও বিচিত্র চরিত্র। কেউ দীর্ঘ ১৪ বছর পর প্রবাস থেকে ঈদ করতে ফিরছেন, কেউ কোরবানির জন্য খাসি নিয়ে বাড়ি যাচ্ছেন, কেউ ভাইয়ের বিয়ের কেনাকাটা নিয়ে যাচ্ছেন, নতুন বউ প্রথমবার বাড়ি যাচ্ছেন ঈদ করতে, কাজিনদের দল ফিরছে ঈদের আনন্দ ভাগ করে নিতে। সবাই একটাই উদ্দেশ্য নিয়ে যাত্রা করছেন- নাড়ির টানে ঈদে বাড়ি ফেরা।

রাত পেরিয়ে ঈদের সকাল। আনন্দমুখর সেই আবহেই আচমকা লঞ্চে ঘটে দুর্ঘটনা। শুরু হয় চরম উৎকণ্ঠা। যাত্রীরা কি শেষ পর্যন্ত নিরাপদে পৌঁছাতে পারবেন? ঠিক এমন দ্বন্দ্ব ও দোলাচল নিয়েই এগিয়েছে ‘যাত্রা বিরতি’র কাহিনি।

নাটকটি নিয়ে অভিনেতা রাশেদ সীমান্ত বলেন, ঈদে অনেক নাটকে অভিনয় করেছি, কিন্তু ‘যাত্রা বিরতি’ একেবারেই আলাদা অভিজ্ঞতা। লাখো মানুষের ঈদযাত্রা সবসময় আনন্দময় হয় না। আমরা সেটার বাস্তব প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করেছি। প্রায় ৫০০ জন শিল্পী এই নাটকে অংশ নিয়েছেন, যা খুবই বিরল। কষ্টসাধ্য হলেও দর্শকদের ভালো লাগলে সব শ্রম সার্থক হবে।

‘যাত্রা বিরতি’ নাটকটি প্রকাশিত হবে ৫ জুন, বিকেল ৫টায় ক্লাব এলিভেন এন্টারটেইনমেন্ট নামের ইউটিউব চ্যানেলে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com