শনিবার, ০৫ Jul ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন
সোহেল রানা,ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারের জোড়াবাড়ীতে জামায়াতে ইসলামী, যুব বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক চমৎকার ফুটবল প্রতিম্যাচ।
শুক্রবার (২৭ জুন) বিকেল ৫টায় ডোমার উপজেলার মিরজাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ খেলায় মুখোমুখি হয় ২নং ওয়ার্ড বনাম ৩নং ওয়ার্ডের যুবক দল। খেলাটি দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি আলহাজ্ব হাফেজ মোঃ আশরাফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য জনাব হাফেজ মো. আব্দুল হক।
ইউনিট সভাপতি (নাউয়ার হাট) প্রবাসী জিয়ারুল ইসলামের সার্বিক সহযোগিতায় খেলার উদ্বোধন করেন- উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ সোহেল রানা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– ডোমার আইডিয়াল একাডেমির অধ্যক্ষ মোসলেম উদ্দিন শাহ, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ শহিদুল ইসলাম,সেক্রেটারি শাহাজাহান আলী,সাংগঠনিক সেক্রেটারি জামাল উদ্দিন শাহ্,২ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি ময়নুল ইসলাম,সেক্রেটারি জয়নুল আবেদীন, ৩নং ওয়ার্ড সভাপতি জহুরুল ইসলাম,সেক্রেটারি লাবু ইসলাম।
খেলা পরিচালনা করেন- ইউনিয়ন জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি মোঃ নুর ইসলাম নয়ন, সেক্রেটারি জুয়েল ইসলাম।
খেলা শুরুর আগে মাঠেই আগে মাঠেই আসরের নামাজ আদায় করেন সংগঠনের নেতা কর্মীরা।
খেলা শেষে বক্তারা বলেন, “এই ধরনের আয়োজন তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও শৃঙ্খলা গড়ে তুলতে সহায়ক।”
তারা ভবিষ্যতে এমন আরও আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন।