বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক: কিভাবে কবে তাদের দেখা হয়েছিল, কে কাকে আগে ভালোবাসা বা বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, তা নিয়ে বিতর্ক আছে তবে তাদের (সোনম কাপুর ও আনন্দ আহুজা) বিয়ে যে আগামী ৮ তারিখ- এ নিয়ে কারো কোনো সন্দেহ নেই।
বিয়ে নিয়ে স্বভাবতই উচ্ছ্বসিত সোনম। তবে শুধু এখন নয়, ছোটবেলা থেকেই নিজের বিয়ে নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন সোনম।
সিমি আগারওয়ালের এক সাক্ষাৎকারে তিনি জানান, ১৬ বছর বয়স থেকে তিনি একটি কবিতা লিখেছেন। আর এই সমস্ত কবিতা একমাত্র তাঁর হু বরকেই দেবেন সোনম। ফলে আনন্দ আহুজার জন্য সোনমের লেখা চিঠিই অপেক্ষা করছে বিয়ের উপহার হিসাবে।
তবে শুধু একটি নয় অনেক কবিতাই লেখেন সোনম। তার মধ্যে ‘অ্যম্বিশন’ নামের একটি কবিতা আনন্দকে উপহার দিতে চলেছেন তিনি।
জানা গিয়েছে, বিয়ের পর কিছুদিনের জন্য ব্রেক নিতে চলেছেন সোনম। তারপর আবার নিজের ক্যারিয়ারে মনোনিবেশ করবেন তিনি। বিয়ের পর ১৪ ও ১৫ মে সোনমকে দেখা যাবে কান ফিল্ম ফেস্টিভালের রেড কার্পেটে।
সূত্র : বলিউড লাইফ.কম