বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক: মোশাররফ করিমকে এবার দেখা গেল পেটমোটা ব্যক্তি হিসেবে। ক্যারিয়ারের শুরু থেকেই নানা বেশে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে আসছেন তিনি। এখনও তার ব্যতিক্রম হচ্ছে না।
আগামী ঈদুল ফিতরে বাংলাভিশনে প্রচারের জন্য সাগর জাহান নির্মাণ করছেন সাত পর্বের ধারাবাহিক নাটক ‘ফ্যাটম্যান’। এই নাটকে মোশাররফ করিমের নতুন লুক আপনাকে বিস্মিত করবে।
কক্সবাজারে চলছে ফ্যাটম্যান নাটকটির শুটিং। এ নাটকেই বিশাল ভুঁড়িওয়ালা মোটাসোটা অন্য এক মোশাররফ করিমকে দেখতে পাবেন দর্শক।
প্রকাশিত ছবি দেখেই সেটা আন্দাজ করা যায়। নাটকটিতে আরও অভিনয় করেছেন আরফান আহমেদ, ফারুক আহমেদ সাবিলা নূর, আখম হাসান, শানারেই দেবী শানু, নওশাবা।