বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন
বলিউডের আলোচিত জুটি হৃত্বিক রোশন ও কঙ্গনা রানাওয়াতের মন কষাকষি যেন থামছেই না। সুযোগ পেলেই কাদা ছুড়ছেন একে অন্যের প্রতি। সম্প্রতি এ বাকযুদ্ধে নতুন করে যোগ দিলেন কঙ্গনার বোন রাঙ্গোলি।
হৃত্বিক অভিযোগ করে বলেছেন, কঙ্গনা তার ওপর গোপনে নজরদারি করেন এবং তাকে যৌন উত্তেজক এসএমএসও পাঠিয়েছেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে কঙ্গনা কিছু না বললেও বেজায় চটেছেন কঙ্গনার বোন রাঙ্গোলি।
রাঙ্গোলি জানান, হৃত্বিক যখন প্রথম ছবি মুক্তি দেন কঙ্গনা তখন স্কুলপড়ুয়া মেয়ে। তাই এমন একজন বুড়ো কাকুর প্রতি গোপনে নজরদারির কোনো প্রয়োজন নেই কঙ্গনার।
শুধু তাই নয়, রাঙ্গোলি সুযোগ পেয়ে হৃত্বিককে একটা উপদেশও দিয়েছেন। তিনি বলেন, এবার একটু নিজের স্ত্রী-সন্তানদের প্রতি নজর দিন। তাদের নিয়ে পরিকল্পনা করুন। দীর্ঘদিন ধরে চলা এ বিতর্কে সবাই বুঝতে পেরেছেন কে প্রকৃত অপরাধী; তাই এ নিয়ে পড়ে থাকা বোকামি।