রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন
ডেস্ক নিউজ: নারী ও শিশুপাচার নিয়ে সচেতনতা গড়ে তুলতে আয়োজন করা হয়েছিল পথনাটিকার। আর সেই অনুষ্ঠানের মাঝেই ৫ জন সমাজকর্মীকে অপহরণ করে গণধর্ষণ করার অভিযোগ উঠল ভারতের ঝাড়খণ্ডে।
নির্যাতিতারা পুলিশকে জানিয়েছেন, মঙ্গলবার ঝাড়খণ্ডের খুন্তি এলাকায় নারী ও শিশুপাচার নিয়ে সচেতনতা গড়ে তুলতে পথনাটিকার আয়োজন করেছিল একটি সংগঠন। সেখানেই অভিনয় করছিলেন ৯ জন। তাদের মধ্যে থেকে ৫ জনকে অপহরণ করা হয় সেখান থেকে। চোখ ও মুখ বেঁধে নিয়ে যাওয়া হয় ঘন জঙ্গলে। সেখানেই গণধর্ষণ করা হয় তাদের। সেই সঙ্গে মোবাইলে পুরো ঘটনার একাধিক ভিডিও তোলা হয়। সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেয় ধর্ষণকারীরা।
প্রসঙ্গত, প্রত্যেক বছর ঝাড়খণ্ডের কোচাং, খুন্তি-সহ একাধিক এলাকা থেকে নারী ও শিশু পাচারের মতো ঘটনা ঘটে। মূলত, এই এলাকার দরিদ্র পরিবারগুলি থেকেই এই ঘটনা ঘটে চলেছে। ফলে, সেখানে সচেতনতা গড়ে তোলার উদ্যোগ নেয় এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।