বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:১৪ অপরাহ্ন
ডেস্ক নিউজ : গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে আজ (২৬ জুন) সন্ধ্যায় প্রকাশ পেয়েছে মুম্বাইয়ের জনপ্রিয় গায়ক ঈশান মিত্রের গাওয়া গান ‘ভালোবেসে ভুল করিনি’। স্বনামধন্য গীতিকবি আসিফ ইকবালের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অমিত। গত ঈদে এনটিভিতে প্রচারিত টেলিফিল্ম ‘শেষ পর্যন্ত’তে গানটি ব্যবহার করা হয়। এবার সেই সেটি ভিডিও আকারে প্রকাশ করলো গানচিল। ভিডিওতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও জাকিয়া বারী মম। পরিচালনায় শিহাব শাহীন। গানটির মুখ-‘আর পারছি না কোথায় লুকাবো/ সত্যি খুঁজে পাচ্ছি না/অন্ধকারের কৌতুহলে ডুবে যাই, যাই না/একটুকু চাওয়া তবুও কেনো পাই না/ভালোবেসে ভুল করিনি/ভুল করেও ভালোবাসিনি’। গানটির গীতিকার আসিফ ইকবাল বলেন, ‘গানটির মধ্যে একটি গল্প ওঠে এসেছে। এটি শুনলে এবং ভিডিওটি দেখলে সবাই সেটা বুঝতে পারছেন। কথার সঙ্গে সুর ও সংগীতায়োজনের সমন্তয়টা হয়েছে চমৎকার। অত্যন্ত দরদী কণ্ঠে এটি গেয়েছেন ঈশান। যে কারো হƒদয় ছুঁয়ে যাওয়ার মতো। কাজটি নিয়ে আমরা সবাই বেশ আশাবাদী।’
‘ভালোবেসে ভুল করিনি’ গানটির ইউটিউব লিংক