বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বীর চট্টগ্রামের গর্বিত সন্তান নাদিম চৌধুরীকে কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সভাপতি হিসেবে দেখতে চাই নরসিংদীর মনোহরদীতে ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা সংগ্রামের গল্প: ভোলার সন্তান আব্দুল্লাহ আল মামুন তালুকদার একজন নেতা, একজন স্বপ্নদ্রষ্টা কটিয়াদীতে ৬ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার মির্জাপুরে স্কুল শিক্ষক বসতবাড়ি আগুনে পুড়ে ছাই রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগে পুনর্মিলনী উপলক্ষে আহ্বায়ক কমিটি গঠন চুক্তি মেনেই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে: ভারত ইপিজেড ক্লাবের দোয়া মাহফিল অনুষ্ঠিত কদমতলী থানার কার্যক্রম উল্লেখযোগ্য ভাবে বেড়েছে
আগামী ডিসেম্বরে মুক্তি পাচ্ছে জনসনের ‘জুমানজি’

আগামী ডিসেম্বরে মুক্তি পাচ্ছে জনসনের ‘জুমানজি’

ডেস্ক নিউজ : ডোয়েইন ডগলাস জনসন দি রক নামেই অধিক পরিচিত। একজন মার্কিন-কানাডীয় অভিনেতা, প্রযোজক ও পেশাদার কুস্তিগির তিনি। এরই মধ্যে উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় সিনেমা। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘জুমানজি’ নামের একটি সিনেমা। নতুন খবর হল চলচ্চিত্রটির মুক্তির তারিখ ঠিক হয়েছে। জনসন ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করে ইনস্ট্রাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন। পাশাপাশি এই সিনেমার একটি টিজার শেয়ার করেছেন।টিজারটিতে ‘জুমানজি’র লোগো ও এটি মুক্তির তারিখ দিয়ে লেখা, ‘দি গেম ইজ নট ওভার’। রকের ঘোষণা অনুযায়ী ছবিটি ১৩ ডিসেম্বর ২০১৯ মুক্তি পাবে।

হলিউড সুপারস্টার রক জনসন বলেন, ‘‘আমি ‘জুমানজি’কে আমার হৃদয়ের অত্যন্ত কাছে স্থান দিয়েছি। বিশ্ববাসীর সামনে এটি উন্মোচন করার জন্য আমি অত্যন্ত কৌতুহলি হয় আছি। আপনার ছবিটি দেখুন। আশা করি, নতুন চরিত্রের সংযোজনে আমাদের দুঃসাহসিক যাত্রা এবং অভিনয় আপনাদের আনন্দ দিবে। আগামি বড় দিনে এটি আপনার উপভোগ করতে পারবেন।’’রক আরও বলেন, ‘‘আমরা আশা করছি ‘জুমানজি’ সিরিজের এই ছবিটি অর্থনৈতিকভাবে লাভবান হবে। ধারণা করা হচ্ছে, বিশ্বব্যাপী এটি ১ বিলিয়ন ডলার এর অধিক আয় করবে।’ শোনা যাচ্ছে, ছবিটির প্লট সম্পূর্ণ নতুন এবং এটি একটি প্রতীকি ভিডিও গেমের গল্প সংস্করণের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে।’’ছবিটিতে অভিনয় করেছেন রক জনসন, জ্যাক ব্লাক, কেভিন হার্ট এবং ক্যারেন জিলান। সমালোচকদের ধারণা মতে,ছবিটি ‘সনি’ স্টুডিওর সর্বোচ্চ আয়কারি সিনেমা হিসেবে অন্তর্ভুক্ত হতে চলছে।আগামী ডিসেম্বরে মুক্তি পাচ্ছে জনসনের ‘জুমানজি’
ঢাকা, ৩০ জুন, এবিনিউজ : ডোয়েইন ডগলাস জনসন দি রক নামেই অধিক পরিচিত। একজন মার্কিন-কানাডীয় অভিনেতা, প্রযোজক ও পেশাদার কুস্তিগির তিনি। এরই মধ্যে উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় সিনেমা। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘জুমানজি’ নামের একটি সিনেমা। নতুন খবর হল চলচ্চিত্রটির মুক্তির তারিখ ঠিক হয়েছে। জনসন ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করে ইনস্ট্রাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন। পাশাপাশি এই সিনেমার একটি টিজার শেয়ার করেছেন।টিজারটিতে ‘জুমানজি’র লোগো ও এটি মুক্তির তারিখ দিয়ে লেখা, ‘দি গেম ইজ নট ওভার’। রকের ঘোষণা অনুযায়ী ছবিটি ১৩ ডিসেম্বর ২০১৯ মুক্তি পাবে।হলিউড সুপারস্টার রক জনসন বলেন, ‘‘আমি ‘জুমানজি’কে আমার হৃদয়ের অত্যন্ত কাছে স্থান দিয়েছি। বিশ্ববাসীর সামনে এটি উন্মোচন করার জন্য আমি অত্যন্ত কৌতুহলি হয় আছি। আপনার ছবিটি দেখুন। আশা করি, নতুন চরিত্রের সংযোজনে আমাদের দুঃসাহসিক যাত্রা এবং অভিনয় আপনাদের আনন্দ দিবে। আগামি বড় দিনে এটি আপনার উপভোগ করতে পারবেন।’’রক আরও বলেন, ‘‘আমরা আশা করছি ‘জুমানজি’ সিরিজের এই ছবিটি অর্থনৈতিকভাবে লাভবান হবে। ধারণা করা হচ্ছে, বিশ্বব্যাপী এটি ১ বিলিয়ন ডলার এর অধিক আয় করবে।’ শোনা যাচ্ছে, ছবিটির প্লট সম্পূর্ণ নতুন এবং এটি একটি প্রতীকি ভিডিও গেমের গল্প সংস্করণের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে।’’ছবিটিতে অভিনয় করেছেন রক জনসন, জ্যাক ব্লাক, কেভিন হার্ট এবং ক্যারেন জিলান। সমালোচকদের ধারণা মতে,ছবিটি ‘সনি’ স্টুডিওর সর্বোচ্চ আয়কারি সিনেমা হিসেবে অন্তর্ভুক্ত হতে চলছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com