বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:০১ অপরাহ্ন
ডেস্ক নিউজ: কয়েক বছর ধরেই শোনা যাচ্ছে, হলিউড তারকা দম্পতি উইল স্মিথ ও জাডা স্মিথের বিবাহবিচ্ছেদের কথা। দুই দশকের সংসারজীবনে এই দম্পতির দুই সন্তান—১৯ ও ১৭ বছরের ছেলে-মেয়ে। এক সংবাদ সম্মেলনে বিচ্ছেদের খবর এক লহমায় উড়িয়ে দিয়ে উইল বলেন, ‘নিজেদের আমরা এখন আর বিবাহিত বলি না, বরং পরস্পরকে নিজেদের জীবনসঙ্গী বলতেই বেশি ভালোবাসি। আমাদের সম্পর্কটা এমন এক অবস্থানে চলে এসেছে, যেখানে নির্দ্বিধায় বলতে পারি জীবনের শেষ দিন পর্যন্ত আমরা এক সঙ্গেই থাকব। কোনো কিছুই আমাদের সম্পর্ককে নষ্ট করতে পারবে না।’
জাডাও নিজের স্বামীর সঙ্গে সুর মিলিয়ে বলেন, ‘আমাদের বিবাহবিচ্ছেদ নিয়ে যত ধরনের কথাই শোনা যাক কেন শেষ পর্যন্ত আমরা একটি পরিবার হিসেবেই থাকব। আমাদের সম্পর্কটা গড়ে উঠেছে বিশুদ্ধতম ভালোবাসায়। তাই জীবনের শেষ দিন পর্যন্ত এক সঙ্গেই থাকব দুজন।’