বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:০৫ অপরাহ্ন
বিনোদন ডেস্ক: মার্কিন গায়িকা সেলেনা গোমেজের ভারতপ্রীতির কথা আগে শোনা যায়নি। সম্প্রতি ভারতীয় পত্রিকা ‘মিড-ডে’কে দেওয়া সাক্ষাৎকারে রীতিমতো ভারতবন্দনায় মেতেছেন ‘গুড ফর ইউ’ গায়িকা। শুধু তাই নয়, অস্কারজয়ী ভারতীয় সুরকার এ আর রহমানের সুরে গাওয়ার ইচ্ছাও প্রকাশ করলেন।
সেলেনা বলেন, ‘ভারতীয় বেশ কয়েকজন মিউজিশিয়ানের খোঁজখবর আমি রাখি। চমৎকার করছেন তাঁরা। এ আর রহমানের কাজ ভালো লাগে। এখন তো তিনি আন্তর্জাতিক তারকা। তাঁর কম্পোজিশনে গাইতে পারলে ভালো লাগবে। আরো ভালো লাগবে গানটি যদি বলিউডের ছবির জন্য হয়।’