বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন
তারকাদের নিয়ে ট্রোল নিত্য দিনের ঘটনা। সোশ্যাল মিডিয়ায় করা তাদের পোস্ট, ছবি সব কিছুই ভাইরাল হয়ে যায়। আর সেই ভাইরাল ছবি নিয়েই শুরু হয় ট্রোলিং। এবার পাকিস্তানি অভিনেত্রী সাবা কামারের সঙ্গে ঘটেছে সেই কান্ডটি। তবে অভিনেত্রীর অজান্তেই তার এই ছবি ভাইরাল হয়ে যায়।
শুটিং-এর বিরতিতে সাবা কে দেখা যাচ্ছে সিগারেট খেতে। তার পরনে রয়েছে সাদা শার্ট, আর তার উপরের দিকে বাটনগুলো খোলা। এই ছবি শেয়ার হওয়া মাত্রই নানা রকম কমেন্ট আসতে থাকে।
এই ছবির জন্য খুব বাজে ভাবে ট্রোলও হতে হয় অভিনেত্রীকে। কেউ তাকে প্রশ্ন করেছেন যে- তিনি কি তাহলে মাহিরা খান কে ফলো করছেন?
তার ধর্ম নিয়েও উঠেছে প্রশ্ন। তবে সাবা কামারের কাছের ভক্তরা তার পাশেই রয়েছেন।
প্রসঙ্গত, কিছুদিন আগেই পাকিস্তানের আরও এক অভিনেত্রী মাহিরা খানও ট্রোলিং এর শিকার হয়েছিলেন। রনবীর কাপুরের সঙ্গে সিগারেট খাওয়ার ছবি ভাইরাল হয়ে যাওয়ার কারণেই তাকে ট্রোল হতে হয়েছিল। এবার সেই একই ঘটনা ঘটল অভিনেত্রী সাবার সঙ্গে। যদিও এ ব্যাপারে মুখ খুলতে দেখা যায়নি অভিনেত্রীকে।
সূত্র : কলকাতা টুইন্টিফোর