রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদক সরবরাহকারীকে আটকে রেখে চাঁদা দাবী ঝুঁকিপূর্ণ সেক্টরে বিনিয়োগকারীদের জন্য অতিরিক্ত ডকুমেন্টেশন বাধ্যতামূলক করা উচিত শাস্তির ভয় না থাকলে অ্যান্টি মানি লন্ডারিং নীতিকে গুরুত্ব দেবে না নর্দার্ণ ইসলামি ইন্স্যুরেন্স কুড়িগ্রামে দ্বারিক মুক্ত সমবায় সমিতির নামে ৪ কোটি টাকা নিয়ে উধাও কর্মকতা, প্রতারিতদের আর্তনাদ! গুলতেকিনের পর এবার হুমায়ূনকে নিয়ে শাওনের পোস্ট দলগুলো একমত না হলে জুলাই সন‌দের বাস্তবায়ন পদ্ধ‌তি ঠিক করবে কমিশন: আলী রীয়াজ বিমা দাবি প্রত্যাখ্যান: কেন ঘটে, কীভাবে এড়ানো যায় বাংলাদেশ-চীনের জনগণের মধ্যে বন্ধুত্ব আরো দৃঢ় হয়েছে : ড. ইউনূস কুড়িগ্রাম চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অভিনয়কে বিদায় জানিয়ে চাকরি খুঁজছেন হাসান মাসুদ

পরিবর্তনে ফের কুমার বিশ্বজিৎ

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ আগস্ট, ২০১৮
  • ৪৬৫

বিনোদন ডেস্ক: বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’-এর প্রথম পর্বে গান গেয়েছিলেন চিরসবুজ গায়ক কুমার বিশ্বজিৎ। ফের একই অনুষ্ঠানে দেখা যাবে শিল্পীকে। তবে এবারের অনুষ্ঠানে একটু নতুন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে কুমার বিশ্বজিৎকে। আগামী ঈদের পরিবর্তন-এ শিল্পী হাজির হবেন আনজাম মাসুদের পরিকল্পনায় ‘বিশ্ব উইথ শীষ্য’ পর্বে। এতে কুমার বিশ্বজিতের সঙ্গে তার শীষ্য রাজীব, মাহাদী ও কিশোরকে দর্শক গাইতে দেখবেন। মাহফুজুর রহমান মাহফুজের লেখা ও শেখ সাদী খানের সুর করা ‘তুমি রোজ বিকেলে’, আব্দুল্লাহ আল মামুনের লেখা, নকীব খানের সুর করা ‘তোরে পুতুলের মতো করে’ এবং ডা. সালাহ উদ্দিন সজলের লেখা, কুমার বিশ্বজিতের সুর করা ‘তুমি পাগল বলো’ গানের সেতুবন্ধন করে কুমার বিশ্বজিতের সঙ্গে গেয়েছেন রাজীব, মাহাদী ও কিশোর।

সম্প্রতি গানটির শুটিং হয়েছে বিটিভির প্রধান মিলনায়তনে।কুমার বিশ্বজিৎ বলেন, ‘আনজাম মাসুদকে বিশেষ ধন্যবাদ দিতে হয় এমন চমৎকার একটি পরিকল্পনার জন্য। আমার শীষ্য তিনজন তাদের যোগ্যতা দিয়েই দর্শকের রায়ে নিজেদের একটি অবস্থান গড়ে নিয়েছে। নিশ্চয়ই আগামীতে এদেশের সঙ্গীতাঙ্গনকে তাদের অনেক কিছুই দেবার আছে। তিন গানের সমন্বয়টিতে আমি পাশ্চাত্য, ই-িয়ান ক্ল্যাসিক ও ল্যাটিন মিউজিকের সংমিশ্রণ করেছি। দেখার বিষয় হচ্ছে এই গানে হারমোনাইজেশনের চারটি লেয়ারের উপস্থিতি পাবেন শ্রোতা-দর্শক। আমার বিশ্বাস গানটি দারুণ উপভোগ্য হবে।’ কণ্ঠশিল্পী রাজীব বলেন, ‘দাদার এই গানগুলো ছোট থেকেই আমার, আমার পরিবারের সবারই প্রিয়। দেশে একমাত্র দাদাই আছেন, যার সবগুলো গানই জনপ্রিয়।’ মাহাদী বলেন, ‘দাদা আমাদের সঙ্গে রেখেছেন এটাই অনেক বড় অর্জন।’ কিশোর বলেন, ‘দাদার সঙ্গে কাজ করা এবং গান গাইতে পারা সৌভাগ্যের বিষয় নিঃসন্দেহে।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com