বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বীর চট্টগ্রামের গর্বিত সন্তান নাদিম চৌধুরীকে কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সভাপতি হিসেবে দেখতে চাই নরসিংদীর মনোহরদীতে ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা সংগ্রামের গল্প: ভোলার সন্তান আব্দুল্লাহ আল মামুন তালুকদার একজন নেতা, একজন স্বপ্নদ্রষ্টা কটিয়াদীতে ৬ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার মির্জাপুরে স্কুল শিক্ষক বসতবাড়ি আগুনে পুড়ে ছাই রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগে পুনর্মিলনী উপলক্ষে আহ্বায়ক কমিটি গঠন চুক্তি মেনেই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে: ভারত ইপিজেড ক্লাবের দোয়া মাহফিল অনুষ্ঠিত কদমতলী থানার কার্যক্রম উল্লেখযোগ্য ভাবে বেড়েছে
পরিবর্তনে ফের কুমার বিশ্বজিৎ

পরিবর্তনে ফের কুমার বিশ্বজিৎ

বিনোদন ডেস্ক: বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’-এর প্রথম পর্বে গান গেয়েছিলেন চিরসবুজ গায়ক কুমার বিশ্বজিৎ। ফের একই অনুষ্ঠানে দেখা যাবে শিল্পীকে। তবে এবারের অনুষ্ঠানে একটু নতুন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে কুমার বিশ্বজিৎকে। আগামী ঈদের পরিবর্তন-এ শিল্পী হাজির হবেন আনজাম মাসুদের পরিকল্পনায় ‘বিশ্ব উইথ শীষ্য’ পর্বে। এতে কুমার বিশ্বজিতের সঙ্গে তার শীষ্য রাজীব, মাহাদী ও কিশোরকে দর্শক গাইতে দেখবেন। মাহফুজুর রহমান মাহফুজের লেখা ও শেখ সাদী খানের সুর করা ‘তুমি রোজ বিকেলে’, আব্দুল্লাহ আল মামুনের লেখা, নকীব খানের সুর করা ‘তোরে পুতুলের মতো করে’ এবং ডা. সালাহ উদ্দিন সজলের লেখা, কুমার বিশ্বজিতের সুর করা ‘তুমি পাগল বলো’ গানের সেতুবন্ধন করে কুমার বিশ্বজিতের সঙ্গে গেয়েছেন রাজীব, মাহাদী ও কিশোর।

সম্প্রতি গানটির শুটিং হয়েছে বিটিভির প্রধান মিলনায়তনে।কুমার বিশ্বজিৎ বলেন, ‘আনজাম মাসুদকে বিশেষ ধন্যবাদ দিতে হয় এমন চমৎকার একটি পরিকল্পনার জন্য। আমার শীষ্য তিনজন তাদের যোগ্যতা দিয়েই দর্শকের রায়ে নিজেদের একটি অবস্থান গড়ে নিয়েছে। নিশ্চয়ই আগামীতে এদেশের সঙ্গীতাঙ্গনকে তাদের অনেক কিছুই দেবার আছে। তিন গানের সমন্বয়টিতে আমি পাশ্চাত্য, ই-িয়ান ক্ল্যাসিক ও ল্যাটিন মিউজিকের সংমিশ্রণ করেছি। দেখার বিষয় হচ্ছে এই গানে হারমোনাইজেশনের চারটি লেয়ারের উপস্থিতি পাবেন শ্রোতা-দর্শক। আমার বিশ্বাস গানটি দারুণ উপভোগ্য হবে।’ কণ্ঠশিল্পী রাজীব বলেন, ‘দাদার এই গানগুলো ছোট থেকেই আমার, আমার পরিবারের সবারই প্রিয়। দেশে একমাত্র দাদাই আছেন, যার সবগুলো গানই জনপ্রিয়।’ মাহাদী বলেন, ‘দাদা আমাদের সঙ্গে রেখেছেন এটাই অনেক বড় অর্জন।’ কিশোর বলেন, ‘দাদার সঙ্গে কাজ করা এবং গান গাইতে পারা সৌভাগ্যের বিষয় নিঃসন্দেহে।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com