বিনোদন ডেস্ক: বেশ চুটিয়ে প্রেম করছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। প্রেমিক তার হলিউডের গায়ক নিক জোন্স। এ কথা আর কারো অজানা নয়। শোনা যাচ্ছে, প্রিয়াংকার ৩৬তম জন্মদিনে নিজেদের বাগদানটাও সেরেছেন এই তারকা জুটি।
বাগদান সারলেও সেই বাগদানের আংটিটি বেশ লুকিয়ে রাখছিলেন প্রিয়াঙ্কা। কেন? সে নিয়ে অনেক আলোচনা হয়েছে। এবার প্রিয়াংকা নিজেই প্রকাশ্যে নিয়ে আসলেন সেই বাগদানের আংটি।
সম্প্রতি ভারতে এসেছেন দেশি গার্ল খ্যাত প্রিয়াঙ্কা চোপড়া। মঙ্গলবার মনিষ মালহোত্রার আয়োজিত এক পার্টিতে রাভিনার সাথে একটি সেলফি তোলেন প্রিয়াংকা। আর তখন ছবিতে ধরা পড়ে প্রিয়াঙ্কার হাতে বাগদানের ডায়মন্ডের আংটিটি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বিশ্ববিখ্যাত ডায়মন্ড কোম্পানি হোয়াইট পাইনের আংটি প্রিয়াঙ্কার হাতে। এর দাম প্রায় ২০ হাজার ডলার। যা ভারতীয় মুদ্রায় দেড়কোটি রুপি! এজন্যই হয়তো আংটিটি লুকিয়ে নিজেকে আলোচনা থেকে দূরে রাখতে চাইছিলেন প্রিয়াঙ্কা!
এরইমধ্যে আংটির দাম প্রকাশ হতেই সে নিয়ে হৈ চৈ পড়ে গেছে বলিউডে। প্রেমিকের কাছ থেকে দেড় কোটি রুপির আংটি পেয়েছেন প্রিয়াঙ্কা, সেটাই এখন টক অব দ্য বি-টাউন!