বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সূত্রাপুর থানায় অপরাধ দমনে ওসি সাইফুল ইসলামের বলিষ্ঠ নেতৃত্বে গতিশীল পুলিশিং পর্ন ইন্ডাস্ট্রিতে পা রাখছেন আসামের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার অর্চিতা ফুকান কুড়িগ্রামের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ যুক্তরাষ্ট্রে পণ্যে ৩৫% শুল্কের ছোবল, বিপদে বাংলাদেশি রপ্তানি খাত গ্রেপ্তারের ভয়ে গ্রামে পুরুষ নেই, কবর খুঁড়লেন পুলিশ সদস্যরা কনস্টেবলকে স্যার ডেকে ধরা খেলেন ভুয়া নারী এস আই ট্রাক্টর চালক বউ আনলেন হেলিকপ্টারে মাদকে সয়লাব ফরিদপুর ইউনিয়নের মধ্য ভাতশালা: নীরব প্রশাসন, আতঙ্কে এলাকাবাসী অর্থের প্রলোভনে কিডনি বিক্রির ফাঁদে নিঃস্ব গ্রামবাসী যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করব: নাহিদ
কুককে গার্ড অব অনার বিরাটদের

কুককে গার্ড অব অনার বিরাটদের

সৌজন্য: দিনের শুরুতে কুক-কে শুভেচ্ছা বিরাটের। গেটি ইমেজেস

অনলাইন ডেক্স: ওভালে জীবনের শেষ টেস্ট খেলতে নেমেছিলেন তিনি। ৩৩ বছরের সেই ইংল্যান্ড ওপেনার অ্যালেস্টেয়ার কুককে মাঠেই ‘গার্ড অব অনার’ দিয়ে শ্রদ্ধা জানাল বিরাট কোহালির ভারতীয় দল।

ভারতের বিরুদ্ধে চলতি সিরিজে এর আগের চারটি টেস্টেই টসে জিতেছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। এ দিনও তিনি টসে জেতায় টানা পাঁচটি টেস্টে টসে জিতলেন। রুট ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় সতীর্থ ওপেনার কিটন জেনিংস-কে নিয়ে ইনিংসের সূচনা করতে মাঠে আসেন কুক। তাঁকে দেখেই উঠে দাঁড়িয়ে সম্মান জানায় ওভালে এ দিন খেলা দেখতে আসা দর্শকরা। এমনকি ভারতীয় দলও দুই সারিতে বিভক্ত হয়ে দাঁড়িয়ে পড়ে কুককে ‘গার্ড অব অনার’ দেওয়ার জন্য। সবার শেষ দাঁড়িয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। কুক তাঁর কাছে আসতেই করমর্দনের হাত বাড়িয়ে দেন বিরাট।

চার টেস্টের সাত ইনিংসে মাত্র ১০৯ রান করলেও এ দিন যশপ্রীত বুমরার বলে আউট হওয়ার আগে ৭১ রান করে প্যাভিলিয়নে ফেরেন কুক।

সাউদাম্পটনে চতুর্থ টেস্টে প্রত্যাশা অনুযায়ী বল করতে পারেননি ভারতীয় অফস্পিনার আর অশ্বিন। ফলে পঞ্চম টেস্টে তাঁর খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। আনন্দবাজারে আগেই আভাস দেওয়া হয়েছিল, সাউদাম্পটনে পারফরম্যান্স ভাল না করায় ওভালে বাদ পড়তে পারেন অশ্বিন। এ দিন তাঁর বদলে রবীন্দ্র জাডেজা খেলায় অনুমান করা হচ্ছিল চোটের কারণেই হয়তো দলে নেই অশ্বিন। পরে জানা যায়, সাউদাম্পটনে ছন্দে বল করতে না পারার জন্যই কারণেই পঞ্চম টেস্টে অশ্বিনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com