বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বীর চট্টগ্রামের গর্বিত সন্তান নাদিম চৌধুরীকে কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সভাপতি হিসেবে দেখতে চাই নরসিংদীর মনোহরদীতে ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা সংগ্রামের গল্প: ভোলার সন্তান আব্দুল্লাহ আল মামুন তালুকদার একজন নেতা, একজন স্বপ্নদ্রষ্টা কটিয়াদীতে ৬ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার মির্জাপুরে স্কুল শিক্ষক বসতবাড়ি আগুনে পুড়ে ছাই রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগে পুনর্মিলনী উপলক্ষে আহ্বায়ক কমিটি গঠন চুক্তি মেনেই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে: ভারত ইপিজেড ক্লাবের দোয়া মাহফিল অনুষ্ঠিত কদমতলী থানার কার্যক্রম উল্লেখযোগ্য ভাবে বেড়েছে
না ফেরার দেশে অস্কারজয়ী গোল্ডম্যান

না ফেরার দেশে অস্কারজয়ী গোল্ডম্যান

বিনোদন ডেস্কঃ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অস্কারজয়ী মার্কিন চিত্রনাট্যকার ও বই বিক্রির শীর্ষে থাকা লেখক উইলিয়াম গোল্ডম্যান।  গতকাল শুক্রবার ৮৭ বছর বয়সে মারা যান তিনি।ঔপন্যাসিক হিসেবে আত্মপ্রকাশের পরই চিত্রনাট্যে মনোনিবেশ করেন গোল্ডম্যান।  ‘বাচ কাসিদি অ্যান্ড দ্য সানড্যান্স কিড’ ও ‘অল দ্য প্রেসিডেন্টস মেন’ চিত্রনাট্যের জন্য দুটো একাডেমি পুরস্কারও জেতেন।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে হলিউড রিপোর্টার জানিয়েছে, শুক্রবার ম্যানহাটনের নিজ বাসভবনে মারা যান গোল্ডম্যান।  জনপ্রিয় চলচ্চিত্র ‘ম্যারাথন ম্যান’ (১৯৭৬), ‘ম্যাজিক’ (১৯৭৮) ও ‘দ্য প্রিন্সেস ব্রাইড’-এর চিত্রনাট্যকার তিনি।গণমাধ্যমকে গোল্ডম্যানের মেয়ে জেনি গোল্ডম্যান বলেছেন, দীর্ঘদিন ধরে তিনি কোলন ক্যানসার ও নিউমোনিয়ায় ভুগছিলেন।দীর্ঘদিন ধরে নিউইয়র্কের অধিবাসী, যিনি হলিউডে পা রাখতে ঘৃণা করতেন, গোল্ডম্যান ব্যবসায়বিষয়ক প্রবন্ধের বই লিখে জনপ্রিয়তা পান। ১৯৮২ সালে প্রকাশিত হয় তাঁর লেখা বই ‘ইন অ্যাডভেঞ্চারস ইন দ্য স্ক্রিন ট্রেড’। বইটি বেশ সাড়া ফেলে। বইটিতে তিনি বলেছিলেন, কেউ কিছুই জানে না। চলচ্চিত্রের মানুষরা জানে না তাঁরা কী কাজ করতে যাচ্ছেন। সবকিছুই অনুমাননির্ভর।১৯৮৮ সালে কান চলচ্চিত্র উৎসব ও মিস আমেরিকা প্রতিযোগিতার বিচারক ছিলেন গোল্ডম্যান। সেসব অভিজ্ঞতা নিয়ে ১৯৯০ সালে তিনি লেখেন ‘হাইপ অ্যান্ড গ্লোরি’, যেটি জনপ্রিয়তা পেয়েছিল। ২০০০ সালে বিনোদন জগৎ নিয়ে তাঁর লেখা ‘হুইচ লাই ডিড আই টেল?’ প্রকাশিত হয়।গোল্ডম্যান তাঁর বইয়ে চলচ্চিত্র পরিচালকদের সঙ্গে তাঁর লড়াইয়ের কথা জানান, পরিচালকদের তিনি ‘লেখকদের খুনি’ বলে ডাকতেন। তাঁকে নিয়ে একটি প্রামাণ্যচিত্রও আছে, নাম ‘কেউ কিচ্ছু জানে না (উইলিয়াম গোল্ডম্যান ছাড়া)’।

সূত্র : ইন্ডিয়া টিভি

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com