বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ সমাজে রাতের আঁধারে ঘটে যাওয়া গল্প নিয়ে তরুণ নির্মাতা কাজী বাহাদুর হীমু এবার নির্মাণ করেছেন স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র অনাকাঙ্খিত সস্ত্বা। গল্পে যেটা কারোরই কাঙ্খিত থাকে না। গল্পটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইভানা মেঘলা, রেবেল অাহমেদ। গল্পটির শুটিং হয়েছে মিরপুর এর বিভিন্ন স্থানে। নির্মাতা জানান- গল্পটি তিনি সমাজের বাস্তবতা থেকেই লিখেছেন। তিনি শর্ট ফিল্মটি নিয়ে অাশাবাদী। এখন শর্ট ফিল্মটি কোথাও রিলিজ দিবেন না বলে জানান। বিভিন্ন শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে তিনি তার শর্ট ফিল্মটি জমা দিয়েছেন বলে জানিয়েছেন।