শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন
বিনোদন ডেস্কঃ দীর্ঘ সময় পর বিজ্ঞাপনে দেখা যাবে চিত্রনায়ক শাকিবকে। বেসরকারি টেলিকম অপারেটর বাংলালিংকের একটি বিজ্ঞাপনে অংশ নেবেন তিনি। কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা আদনান আল রাজীব। শাকিবের বিপরীতে এই বিজ্ঞাপনে থাকবেন নুসরাত ফারিয়া।
আদনান আল রাজীব বলেন, গত সোমবার শাকিব খান বিজ্ঞাপনটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। রিহার্সেলেও শাকিব অংশ নিয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে এটির শুটিং শুরু হবে।
তিনি বলেন, এমন একটি কনসেপ্ট নিয়ে বিজ্ঞাপনটি নির্মাণ করতে যাচ্ছি যেখানে শাকিব খান ছাড়া কাউকে ভাবতে পারছি না। আর নুসরাত ফারিয়া এই বিজ্ঞাপনে শাকিবের বিপরীতে থাকবেন।
সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই এটি প্রচারে আসবে। এর আগে পাওয়ার এনার্জি ড্রিংকসের বিজ্ঞাপনে দেখা গিয়েছিলো চিত্রনায়ক শাকিব খানকে।