সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক সরবরাহকারীকে আটকে রেখে চাঁদা দাবী ঝুঁকিপূর্ণ সেক্টরে বিনিয়োগকারীদের জন্য অতিরিক্ত ডকুমেন্টেশন বাধ্যতামূলক করা উচিত শাস্তির ভয় না থাকলে অ্যান্টি মানি লন্ডারিং নীতিকে গুরুত্ব দেবে না নর্দার্ণ ইসলামি ইন্স্যুরেন্স কুড়িগ্রামে দ্বারিক মুক্ত সমবায় সমিতির নামে ৪ কোটি টাকা নিয়ে উধাও কর্মকতা, প্রতারিতদের আর্তনাদ! গুলতেকিনের পর এবার হুমায়ূনকে নিয়ে শাওনের পোস্ট দলগুলো একমত না হলে জুলাই সন‌দের বাস্তবায়ন পদ্ধ‌তি ঠিক করবে কমিশন: আলী রীয়াজ বিমা দাবি প্রত্যাখ্যান: কেন ঘটে, কীভাবে এড়ানো যায় বাংলাদেশ-চীনের জনগণের মধ্যে বন্ধুত্ব আরো দৃঢ় হয়েছে : ড. ইউনূস কুড়িগ্রাম চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অভিনয়কে বিদায় জানিয়ে চাকরি খুঁজছেন হাসান মাসুদ

সালমানের যে তথ্যগুলো জানা নেই আপনার

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮
  • ৩৯৪

বিনোদন ডেস্কঃ গতকাল ৫৩ বছরে পা দিলেন বলিউড ‘ভাইজান’ সালমান খান। স্টারডমের বাইরেও তাঁর জীবনের আরও কিছু দিক রয়েছে, যেগুলো নিয়ে সেভাবে আলোচনা হয় না। জেনে নেওয়া যাক সেই সব অপ্রচলিত তথ্য।

প্রায় সবাই এটাই জানেন যে, সালমান ১৯৮৯ সালে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবি দিয়ে বলিউডে অভিষেক করেন। কিন্তু, ১৯৮৮ সালেই ‘বিবি হো তো অ্যায়েসি’ ছবিতে এক সাপোর্টিং চরিত্রে অভিনয় করেন সালমান। সেই ছবিতে রেখা ছিলেন মুখ্য চরিত্রে।

সালমান সেইভাবে স্বচ্ছন্দ নন সোশাল মিডিয়াতে। তাঁর কোনও ইমেইল আইডি নেই বলেই শোনা যায়। তিনি ফোনের মাধ্যমে বা সামনা সামনি কথা বলতেই পছন্দ করেন।

অনেকেই জানেন যে, সলমান একজন পেইন্টার। তবে এটা অনেকেই জানেন না যে, ‘জয় হো’-র পোস্টারগুলো তাঁরই আঁকা। এমনও শোনা যায় যে, আমির খানের বাড়িতে একাধিক পেন্টিং রয়েছে সালমানের।

কোনওদিন কোনও সিনেমার রিভিউ পড়েন না সলমান। এটাও একটা ব্যতিক্রমী বিষয় তাঁর মতো স্টারের পক্ষে। কে তাঁর ছবি নিয়ে কী বলল, জানতেই চান না তিনি।

এটা সবারই জানা যে, সালমানের একটা বড় ফ্যান বেস আছে। তবে এটা বোধহয় কেউ জানেন না যে, তাঁর ফ্যানেরা একটা রেস্তোরা বানিয়েছেন সালমানকে উদ্দেশ্য করে। সেই রোস্তোরার নাম ‘ভাইজান’স’।

শাহরুখ নয়, বাজিগর ছবিটি অফার করা হয়েছিল সালমানকে। কিন্তু, ক্যারিয়ারের শুরুতে এক ভিলেনের চরিত্রে অভিনয় করতে চাননি তিনি। তাই প্রত্যাখ্যান করেছিলেন সেই অফার। এরপর শাহরুখ করেন সেই চরিত্র। তারপর ইতিহাস।

‘বীর’ বা ‘চন্দ্রমুখী’-র মতো একাধিক ছবির গল্প সালমানের লেখা। এই তথ্যটাই সেভাবে প্রচলিত ছিল না এতদিন।

সামনে রিলিজ় হতে চলেছে সালমানের ‘ভারত’।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com