শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন
বিনোদন ডেস্কঃ বলিউডের প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর ছোট কন্যা খুশি কাপুর এবার দর্শক মনে দোলা দিতে আসছেন বড় পর্দায়। বড় বোন জাহ্নবী কাপুরের মতো খুশি কাপুরের ফিল্মি যাত্রাও শুর হচ্ছে করণ জোহরের হাত ধরে।সম্প্রতি নেহা ধুপিয়া সঞ্চালিত জনপ্রিয় চ্যাট শো ‘নো ফিল্টার নেহা’য় (মৌসুম-৩) নির্মাতা করণ জোহর বলেন, মিজান (অভিনেতা-কমেডিয়ান জাভেদ জাফরির ছেলে) অসাধারণ তারকা ও নৃত্যশিল্পী। আর খুশি কাপুর, সে গর্জিয়াস ও খুব সুন্দর। নতুন বছরে বড় পর্দায় অভিষেকযোগ দেখা যাচ্ছে তাদের ললাটে।
সুতরাং, বলিউডে যে খুশি কাপুর আসছেন, তা তো করণের কথায় পরিষ্কার। ভক্তরা তাই শ্রীদেবীর ছোট কন্যাকে রুপালি পর্দায় দেখার জন্য উন্মুখ হয়ে আছেন।শ্রীদেবী- বনি কাপুরের বড় মেয়ে জাহ্নবীর প্রথম সিনেমা দর্শকদের প্রশংসা আদায় করে নিয়েছে। এবার দেখা যাক মা ও বড় বোনকে কতটা টেক্কা দিতে পারেন খুশি কাপুর।