শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন
বিনোদন ডেস্কঃ দুই বাংলায় জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী জয়া জানিয়েছেন, অনুমতি পেলে তিনি ভারতেরও নাগরিকত্ব নিতে চান।ভারতীয় সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারে উপস্থাপিকা জয়াকে দ্বৈত নাগরিকত্ব চান কি না প্রশ্ন করলে তিনি বলেন, সেই সুযোগটা তো নেই। যদি সম্ভব হতো আমি অবশ্যই নিতাম। কিন্তু ভারতবর্ষ সেটা অনুমতি করছে না। আসলে আমি দুটি বা একটি পাসপোর্ট বহন করি না কেন, আমি মনে প্রাণে বাংলার মানুষ।তবে ভারতের নাগরিকত্ব না পেলেও কোন অসুবিধা নেই জাইয়ে জয়া বলেন, দুই বাংলাকেই আমি মনে-প্রাণে ভালোবাসি।ভারতের প্রেক্ষাগৃহে চলছে জয়া অভিনীত কলকাতার চলচ্চিত্র ‘বিজয়া’। এ ছবিটি জয়ার ‘বিসর্জন’ ছবির সিকুয়্যেল। সাফটা চুক্তির আওতায় আজ থেকে ‘বিসর্জন’ চলছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘বিজয়া’ ছবিতে অভিনয় করেছেন আবীর চ্যাটার্জী ও পরিচালক নিজে।