সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক সরবরাহকারীকে আটকে রেখে চাঁদা দাবী ঝুঁকিপূর্ণ সেক্টরে বিনিয়োগকারীদের জন্য অতিরিক্ত ডকুমেন্টেশন বাধ্যতামূলক করা উচিত শাস্তির ভয় না থাকলে অ্যান্টি মানি লন্ডারিং নীতিকে গুরুত্ব দেবে না নর্দার্ণ ইসলামি ইন্স্যুরেন্স কুড়িগ্রামে দ্বারিক মুক্ত সমবায় সমিতির নামে ৪ কোটি টাকা নিয়ে উধাও কর্মকতা, প্রতারিতদের আর্তনাদ! গুলতেকিনের পর এবার হুমায়ূনকে নিয়ে শাওনের পোস্ট দলগুলো একমত না হলে জুলাই সন‌দের বাস্তবায়ন পদ্ধ‌তি ঠিক করবে কমিশন: আলী রীয়াজ বিমা দাবি প্রত্যাখ্যান: কেন ঘটে, কীভাবে এড়ানো যায় বাংলাদেশ-চীনের জনগণের মধ্যে বন্ধুত্ব আরো দৃঢ় হয়েছে : ড. ইউনূস কুড়িগ্রাম চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অভিনয়কে বিদায় জানিয়ে চাকরি খুঁজছেন হাসান মাসুদ

ঢাকাই ইন্ডাস্ট্রির নতুন ‘নায়িকা’ নিশাত নাওয়ার সালওয়া

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৯ জানুয়ারী, ২০১৯
  • ৪৩৬

বিনোদন ডেস্কঃ ২০১৮ সালে দেশের শোবিজ অঙ্গনে যে ক’টি সম্ভাবনাময় চেহারা উঁকি দিয়েছিল তাঁদের মধ্যে একজন নিশাত নাওয়ার সালওয়া। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ মঞ্চে চেহারার ঝলকানি দেখিয়েছিলেন। সৃষ্টি করেছিলেন মুকুট জয়ের, কিন্তু শেষ মুহূর্তের ঘোষণায় প্রথম রানার আপ তকমা নিয়েই সন্তুষ্টচিত্তে মঞ্চ ত্যাগ করেন।

এ বিষয়ে অবশ্য সালওয়ার বক্তব্য রয়েছে, ‘আসলে প্রথম রানার আপ হয়েছি বলে আমার বিন্দুমাত্র মন খারাপ হয়নি, ফলাফল অনেক কিছুই হতে পারত। ঐশী চ্যাম্পিয়ন হয়েছে এতেও কেন জানি আমি আনন্দিত।’

আত্মবিশ্বাসী সালওয়া জেনেছিলেন তিনি যদি যোগ্য হন তবে চলতে পারবেন। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ সে পথ অনেকটাই মসৃণ করে দিয়েছে। অবশেষে নিশাত নাওয়ার সালওয়া’র বিশ্বাস সত্য হয়েছে। ডাক পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রে। রাজু চৌধুরীর পরিচালনায় নির্মিত হতে যাওয়া ‘রাজকন্যা’ চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটতে যাচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে অধ্যয়নরত সালওয়ার।

নিশাত নাওয়ার সালওয়া কালের কণ্ঠকে বলেন, ‘খুব বেশি অভিজ্ঞতা নেই। কয়েকটি টেলিভিশন বিজ্ঞাপন, ইমরান ও তাহসানের মিউজিক ভিডিওতে কাজ করেছি। চলচ্চিত্রে কাজ করব এমন ইচ্ছে ছিল, প্রস্তাব পেয়ে সোমবার সন্ধ্যায় গল্প শুনেছি, প্রিরেকর্ড গান শুনেছি- আমার ভালো লেগেছে। মঙ্গলবার সন্ধ্যায় চুক্তিবদ্ধ হই।’

নির্মাতা রাজু চৌধুরী বলেন, ‘আমরা প্রায় আশি-নব্বই দশকের একটি গল্পকে আধুনিকতার মোড়কে মুড়ে প্রেজেন্ট করতে যাচ্ছি। বেশ কিছুদিন ধরে এমন একটা মুখ খুঁজছিলাম, যেখানে আভিজাত্যের একটা ছাপ পাওয়া যাবে। সালওয়ার মধ্যে সে বিষয়টি পেয়েছি। আগামী ফেব্রুয়ারিতে শুটিং শুরু হতে যাচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা ছবিটি প্রথমে ঢাকার বেশকিছু ভালো সিনেমা হলে মুক্তি দেব, যার মধ্যে সিনেপ্লেক্স ব্লকবাস্টার থাকবে। আমরা পরিকল্পনা করেই কাজ শুরু করতে যাচ্ছি। ছবির নায়ক কে- তা দু-একদিনের মধ্যেই চূড়ান্ত হবে।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com