শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন
বিনোদন ডেস্কঃ দেশ বরেণ্য চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াতের মৃত্যু গুজব ছড়িয়ে পড়ে বুধবার সন্ধ্যায়। এতে বেশ বিচলিত হয়ে পড়েন তার পুত্র ও অভিনেতা কাজী মারুফ।
ফেসবুকে স্ট্যাটাসে মারুফ বলেন, ‘আমার বাবা ভালো আছেন। প্লিজ কেউ অপপ্রচার চালাবেন না।’ জানা গেছে, হৃদরোগ ও ডায়াবেটিসে আক্রান্ত কাজী হায়াতের ঘাড়ের একটি রক্তনালিতে ব্লক ধরা পড়েছে।
উন্নত চিকিৎসার জন্য বর্তমানে কাজী হায়াৎ নিউ ইয়র্কের প্রেসবাইটেরিয়ান হাসপাতালে ভর্তি আছেন।
বাবার জন্য দোয়া চেয়ে কাজী মারুফ লিখেন, ‘আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন। তিনি যদি কখনও কারও মনে কষ্ট দিয়ে থাকেন তবুও তার জন্য দোয়া করবেন। যেন তিনি সুস্থ হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইতে পারেন।’