শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১২:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ছাত্রীদের মারধর করায় গণবিক্ষোভের জেরে পদত্যাগ পত্রে স্বাক্ষর করলেন প্রধান শিক্ষক বীর চট্টগ্রামের গর্বিত সন্তান নাদিম চৌধুরীকে কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সভাপতি হিসেবে দেখতে চাই নরসিংদীর মনোহরদীতে ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা সংগ্রামের গল্প: ভোলার সন্তান আব্দুল্লাহ আল মামুন তালুকদার একজন নেতা, একজন স্বপ্নদ্রষ্টা কটিয়াদীতে ৬ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার মির্জাপুরে স্কুল শিক্ষক বসতবাড়ি আগুনে পুড়ে ছাই রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগে পুনর্মিলনী উপলক্ষে আহ্বায়ক কমিটি গঠন চুক্তি মেনেই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে: ভারত ইপিজেড ক্লাবের দোয়া মাহফিল অনুষ্ঠিত
অহনাকে হত্যাচেষ্টা ট্রাক চালকের? গুরুতর আহত হয়ে হাসপাতালে

অহনাকে হত্যাচেষ্টা ট্রাক চালকের? গুরুতর আহত হয়ে হাসপাতালে

বিনোদন ডেস্কঃ টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা ‘সড়ক দুর্ঘটনায়’ গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। বুধবার ভোর ৩টায় পুরান ঢাকা থেকে বাসায় ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে গুরুতর অবস্থায় উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুরান ঢাকায় পরিবারের সাথে একটি বিয়েতে অংশ নিয়ে সেখান থেকে ফেরার পথে সোয়া ৩টার দিকে উত্তরার ৭নং সেক্টরের ব্রিজের কাছে পাথর বোঝাই একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে অহনার গাড়িকে ধাক্কা দেয়। এ সময় অহনা গাড়ি চালাচ্ছিলেন। গাড়ি থেকে নেমে অহনা প্রতিবাদ করে ওই ট্রাকচালককে নামতে বললে তিনি তা না শুনে তর্কে লিপ্ত হন। এ সময় অহনা গাড়ি থেকে নেমে নিজেই ট্রাকের পাশের দরজা দিয়ে উঠে চালককে নামতে বলেন।

কিন্তু চালক কথা না শুনে অহনাকে দরজায় ঝুলন্ত অবস্থায় রেখে ট্রাক চালিয়ে নেন। এভাবেই ট্রাকটি অহনাকে ঝুলন্ত অবস্থায় বয়ে নিয়ে একটি পিলারের সাথে চারবার বাড়ি দেয়। এরপর উত্তরার ১২নম্বর সেক্টরে গিয়ে ট্রাকচালক সজোরে ব্রেক কষলে গাড়ি উল্টে যায় এবং অহনা ছিটকে পড়ে মারাত্মক আহত হন।

এ দুর্ঘটনায় অহনার পরিবার থেকে উত্তরা থানায় একটি মামলা করা হয়েছে।

এ বিষয়ে অহনার বোন গণমাধ্যমকে বলেন, অহনার অবস্থা এখন খুবই গুরুত্বর। অহনার কোমরের হাড়ের জয়েন্ট ছুটে গিয়েছে এবং সারা শরীরে মারাত্মকভাবে ব্যাথা পেয়েছে। আমরা বিয়ের অনুষ্ঠান শেষ করে বাসায় ফেরার পথে রাত ৩টার দিকে উত্তরার ৭ নং ব্রিজের ওখানে এমন ঘটনা ঘটে। একটা ট্রাক বেপরোয়া ভাবে প্রথমে আমাদের গাড়িতে ধাক্কা মারে। পরে অহনা নেমে ড্রাইভারকে গাড়ি থেকে নেমে আসতে বললে সে নেমে আসেনি, বরং গাড়ির ভেতরে ড্রাইভারসহ আরও একজনকে গাঁজা খেতে দেখি আমরা, নেশা করে গাড়ি চালাচ্ছিলো তারা। পরে অহনা তাকে নামতে বললে সে আবারো গাড়িটা ব্যাক গিয়ারে নিয়ে আমাদের গাড়িতে আবারও জোরে ধাক্কা মেরে গাড়িটাকে দুমড়ে-মুচড়ে দেয়। এরপর অহনা ড্রাইভারকে নামাতে গেলে যখন সে ট্রাকের দরজার ওপরে উঠে তখন ড্রাইভার অহনাকে সহ গাড়ি টান দেয়। এবং অহনাকে এভাবে ঝুলন্ত অবস্থায় রেখে ১২ নং সেক্টর পর্যন্ত নিয়ে যায় আর পিলারের সাথে বাড়ি দেয় চারবার।

সেখান থেকে আমরা তাকে উদ্ধার করে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করি। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে কর্তব্যরত চিকিৎসক বলেন, দুর্ঘটনায় তার কোমরের হাড়ের সংযোগস্থল ভয়ানক আঘাতপ্রাপ্ত হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com