রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পঁচিশেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় বিএনপি ও সমমনারা নাসিরনগরে মোক্তার  ব্রিক ফিল্ডকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা শরণখোলায় ইউএনও’র বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগে মানববন্ধন গোপালগঞ্জের কাশিয়ানীতে ভুয়া হোমিও ডাক্তারের নকল ঔষধ তৈরি ও প্রতারণা সাদপন্থি শীর্ষ নেতা মুয়াজ বিন নূর হত্যা মামলায় গ্রেপ্তার এখনো ধরাছোঁয়ার বাহিরে ছাত্রলীগ ক্যাডার তরিকুল ইসলাম রাফি ব্যাংকে ডাকাতির চেষ্টা , জিম্মি করা ডাকাতদের আত্মসমর্পণ বাগমারায় মাদক মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজস্ব বাড়লেও উন্নয়নের ছোঁয়া লাগেনি টাঙ্গাইল মির্জাপুরের পশুর হাট ও বাজারের বিজয়ে দিবসে সিরাজগঞ্জে জিসাস-এর দিনব্যাপী কর্মসূচি পালন
মাধবপুরে ধর্মীয় অনুষ্ঠানে ভাংচুর

মাধবপুরে ধর্মীয় অনুষ্ঠানে ভাংচুর

হবিগঞ্জের মাধবপুরে লোকনাথ ব্রাহ্মচারীর ধর্মীয় অনুষ্ঠানে অনুষ্ঠানে হামলা করে ভাংচুর করা হয়েছে। এ সময় পুজা না করতে হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় বৃহষ্পতিবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। লিখিত অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের লৌহাইদ গ্রামের রবীন্দ্র দেব ওরফে কাংঙ্গাল দেবের বাড়িতে গত মঙ্গলবার রাতে লোকনাথ ব্রাহ্মচারীর বাৎসরিক অনুষ্ঠান চলাকালে পাশ্ববর্তী ভান্ডারুয়া গ্রামের মৃত সৈয়দ হোসেনের ছেলে ওয়ার্ড বিএনপির সভাপতি রফিক মিয়া কয়েকজন কে নিয়ে পুজা মন্ডবে গিয়ে পুজা বাধা দেয়। এ সময় তারা মন্ডবের প্যান্ডেল ভাংচুর করে প্রসাদ ও পুজা আচর্যার বিভিন্ন উপকরন ভেঙ্গে ফেলে। রফিক হুমকি দিয়ে বলে এখানে পুজা করা যাবে না। যারা পুজা করবে তাদের কে দেশছাড়া করবে। হঠাৎ এ ধরনের ঘটনায় উপস্থিত লোকজন আতংকিত হয়ে পড়েন। এতে অনুষ্ঠানে বিঘœ ঘটে। পরদিন খবর পেয়ে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মাধবপুর সার্কেল এসএম রাজু আহামেদ ও থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে বৃহস্পতিবার রবীন্দ্র দেব ওরফে কাংঙ্গাল দেব বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। স্থানীয় ইউপি সদস্য বদু মিয়া জানান, রফিক একজন নেশাগ্রস্ত লোক। সে নেশা করে অনুষ্ঠানে গিয়ে একটি অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। ইউপি চেয়ারম্যান তৈফিকুল আলম চৌধুরী বলেন, আমি ঘটনাস্থনে গিয়েছি। ঘটনা শুনে খারাপ লেগেছে। রফিক খারাপ প্রকৃতির লোক। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। আমরা পুলিশ প্রশাসনের কাছে এ ঘটনার দৃষ্টান্তমূলক দাবি করেছি। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ মাধবপুর উপজেলার সাধারণ সম্পাদক রাজীব দেব রায় রাজু জানান, এ ঘটনায় আমরা দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। না হলে আমরা মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি ঘোষনা করব। মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, এ ঘটনায় আইগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মাধবপুর (হবিগঞ্জ) থেকে মোঃ নজরুল ইসলাম খান

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com