মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৩:৩৩ পূর্বাহ্ন

বিনামূল্যে বিশ্বকাপের টিকিট দিচ্ছে ফিফা

বিনামূল্যে বিশ্বকাপের টিকিট দিচ্ছে ফিফা

স্পোর্টস ডেস্ক:

আর কয়েকদিন পরই শুরু হবে নারীদের ফুটবল বিশ্বকাপ। তবে নিউজিল্যান্ডে টিকিট বিক্রিতে তেমন সাড়া নেই। তাই দেশটির চার ভেন্যু শহর অকল্যান্ড, হ্যামিল্টন, ওয়েলিংটন ও ডানেডিনের ২০ হাজার টিকিট বিনামূল্যে দিচ্ছে ফিফা।

এবারের নারী ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। এখন পর্যন্ত ১০ লাখ টিকিট বিক্রি হয়েছে। যার বেশিরভাগ অস্ট্রেলিয়ায় বিক্রি হয়েছে। বিশ্বকাপের ফেবারিট দলগুলোর একটি ধরা হচ্ছে তাদের।

যেখানে অস্ট্রেলিয়ায় টিকিট বিক্রির ধুম লেগেছে, সেখানে নিউজিল্যান্ডে নারী ফুটবল বিশ্বকাপ নিয়ে নেই তেমন কোন আমেজ। তাই সেখানকার দর্শকদের স্টেডিয়ামে বসে ফুটবল দেখার প্রতি আকৃষ্ট করা খুবই কঠিন বলে উল্লেখ করেন ফিফার নারী ফুটবলের প্রধান অফিসার সারাই বারেম্যান।

নারী ফুটবলে নিউজিল্যান্ডের পারফরমেন্স তেমন ভালো না। এখন পর্যন্ত পাঁচবার বিশ্বকাপ অংশ নিয়েছে দেশটি। তবে একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি তারা। আগামী বৃহস্পতিবার (২০ জুলাই) নিউজিল্যান্ড ও নরওয়ের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে মেয়েদের ফুটবলের বৈশ্বিক আসরের।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com