বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন
নিউজ ডেস্ক: বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবার বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটারের স্ত্রী হতে যাচ্ছেন! ঠিকই পড়েছেন। তবে বাস্তবে নয়, সিনেমায়।
শোনা যাচ্ছে, ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ের আদলে তৈরি হবে কপিল দেবের বায়োপিক। বলিউডের অভিনেতা রণবীর সিংহ কিংবদন্তি অলরাউন্ডারের ভূমিকায় অভিনয় করবেন। আর তার বিপরীতে অভিনয় করবেন বলিউড ডিভা ক্যাটরিনা।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, কপিল দেবের স্ত্রী রোমি দেবের ভূমিকায় দেখা যাবে ক্যাটরিনা কাইফকে।
ছবির পরিচালনা করবেন কবির খান। কবির খানের সঙ্গে ক্যাটরিনার সম্পর্ক বেশ ভালো। কারণ এর আগে কবির খান পরিচালিত ‘নিউইয়র্ক’, ‘এক থা টাইগার’ এবং ‘ফ্যান্টম’ সিনেমায় ক্যাটরিনাকে দেখা গিয়েছিল।
তবে পরিচালক কবির খানের এক ঘনিষ্ঠ সূত্র জানায়, এখনও কবির খান এই সিনেমার জন্য শীর্ষ অভিনেত্রীর নাম ঠিক করেননি। তবে বাকি দু’জনের নাম প্রায় চূড়ান্ত। একজন নিউকামার এবং অন্য একজনের নাম সাজেস্ট করেছেন স্বয়ং রণবীর।
ওই সূত্র আরও জানায়, এই সিনেমা মোটেই কপিল দেবের বায়োপিক নয়। বরং ভারতের প্রথমবার বিশ্বকাপ জয়কেই গুরুত্ব দেয়া হবে।
অবশ্য চলতি বছরের গত মে মাসে এক সাক্ষাৎকারে কপিল দেবও জানিয়েছিলেন, এটা মোটেই আমার জীবনীমূলক সিনেমা নয়। এটা ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়সংক্রান্ত।’
তিনি আরও বলেছিলেন, ‘সিনেমায় আমার পাশাপাশি সুনীল গাভাস্কার, মোহিন্দর অমরনাথসহ বাকি ক্রিকেটারদেরও গুরুত্ব দেয়া হবে।’
অভিনেতা রণবীরের ভাষ্য, ‘আমাদের প্রজন্মে ক্রিকেট ছিল সব সময়েই সব থেকে গ্ল্যামারাস খেলা। যখন কবির স্যার আমাকে ছবির ন্যারেশন দিচ্ছিলেন, তখন আমি বেশ অবাক হয়েছিলাম। গল্পটা যতটা ক্রিকেটের, ততটা মানবিকও।’