সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
তরুণদের বীমায় সম্পৃক্ত করতে আইডিআরএর গ্রাহক সেবা পক্ষ উদ্বোধন সোনার বাংলা ইনস্যুরেন্সের নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত প্রতীকের তালিকায় শাপলা না থাকায় দেওয়া সম্ভব হচ্ছে না: ইসি গার্ডিয়ান লাইফ শতভাগ ক্যাশলেস; লেনদেন হবে ডিজিটাল মাধ্যমে গ্রাহক আস্থা ও সুশাসনে উদাহরণ জেনিথ ইসলামী লাইফ পুড়েছে আমদানির, নিরাপদ রয়েছে রপ্তানির অংশ: বিমান উপদেষ্টা সিংড়ায় অধ্যক্ষ আনুকে বিজয়ী করতে জেলা বিএনপির মতবিনিময় সভা কেরাণীগঞ্জে সাড়ে তিন কোটি টাকা উদ্ধারের দাবীতে মিশরিয়ানের আর্তনাদ হোমল্যান্ড ধ্বংসের মাস্টারমাইন্ড জেল খাটা ভয়ংকর শাহাদাত! সারাদেশে মহাসড়ক অবরোধের ঘোষণা জুলাই যোদ্ধাদের

ঠাকুরগাঁওয়ে জমতে শুরু করেছে পশুর হাটগুলো

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২০ আগস্ট, ২০১৮
  • ৫০১

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেষ মুহূর্তে ঠাকুরগাঁওয়ে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাটগুলো। এবার দেশি গরুর দখলে রয়েছে এসব হাট। এ কারণে দামও একটু বেশি। তবে ভারতীয় গরু আসলে দাম কমবে এমন আশায় রয়েছে জেলার মানুষরা।

জেলার বিভিন্ন হাটে ঘুরে দেখা যায়, এবার হাটে প্রচুর পরিমাণ দেশি গরু রয়েছে। কিন্তু সেই তুলনায় গরুর বেচাকেনা হচ্ছে না। কারণ গরুর দাম বেশি হওয়ায় ক্রেতারা তেমন একটা কিনছে না। যদিও ঈদের আর মাত্র দুইদিন বাকি, তবুও সামনে গরুর দাম কমবে এমন আশায় অপেক্ষা করছে ক্রেতারা। তারা ভাবছে শেষ মুহূর্তে ভারতীয় গরু হাটে আসলে হয়তো গরুর দাম কমবে।

খোঁচাবাড়ি হাটে গরু কিনতে আসা মানিক হোসেন জানান, এবারে প্রতিটি হাটে দেশি গরু অনেক বেশি। যার জন্য গরুর দাম বেশি বলছেন বিক্রেতারা। আর একটা দিন অপেক্ষা করে গরু কিনবেন তিনি।

আরেক ক্রেতা আতাউর রহমান জানান, দেশি গরু ভালো। তাই দাম একটু বেশি দিয়েই গরু কিনতে হয়েছে তাকে। তিনি একটা গরু ৬০ হাজার ৬শ টাকা দিয়ে কিনেছেন। অপরদিকে বিক্রেতারা বলছেন, গরুর দাম বলছে না ক্রেতারা। তাই তারা ভালো দামে গরু বিক্রি করতে পারছেন না।

গরু বিক্রি করতে আসা চান মিয়া বলেন, ‘৮টি গরু নিয়ে এসেছিলাম। এর মধ্যে ৪টি গরু অনেক কষ্টে বিক্রি করতে পেরেছি। ক্রেতারা দাম বলতেই চায়না। বাজার অনেক খারাপ। খুব একটা লাভ নে।

আরেক বিক্রেতা আব্দুর রহমান বলেন, ‘বাজারের যা অবস্থা এই ভাবে থাকলে আমাদের আর ঈদ করতে হবে না। প্রথম দিকে বাজার একটু ভালো ছিল। বর্তমানে যা অবস্থা, একদম লস। প্রতি গরুতে অনেক টাকা করে লোকসান দিতে হচ্ছে। এরপরেও ক্রেতারা কিনতে চাচ্ছে না। অনেক চিন্তায় আছি।’ এদিকে সকলের নিরাপত্তার জন্য জেলার প্রতটি গরুর হাটে রয়েছে পুলিশের ফোর্স।

ঠাকুরগাঁও থেকে অন্তর রায়

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com