সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:২৪ অপরাহ্ন
ডেস্ক নিউজঃ সরকারি দলের নেতাকর্মী ও পুলিশি বাধায় বিএনপি জোট নির্বাচনী মাঠে প্রচারণা চালাতে পারছে না- প্রতীক বরাদ্দ থেকেই এই অভিযোগ করে আসছে তারা। কিন্তু এই প্রচারণা না চালানোয় ‘ষড়যন্ত্র’ আছে বলে মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, ‘আমি জানি, বিএনপি তাদের কোনো প্রচারণায় নেই, কিছুই নেই। কিছু একটা ষড়যন্ত্রে তারা আছে। এতে কোনো সন্দেহ নেই। তারা একটা ষড়যন্ত্রে আছে। তাদের হাজার হাজার কোটি টাকা। বড় চোর, মহাচোর, খুনী-দাগী চোর তো একটা বসে আছে লন্ডনে। ওখানে বসে ষড়যন্ত্র করছে আর এখানে তাদের দোসররা আছে। তারা ষড়ন্ত্র করে যাচ্ছে। তাদের কোনো একটা দুরভিসন্ধি আছে এতে কোনো সন্দেহ নেই।’
বুধবার বিকালে ‘সুধাসদন’ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, চট্টগ্রাম এবং পিরোজপুর জেলায় দলের নির্বাচনী সমাবেশে বক্তব্যদানকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘ভোটে জেতার জন্য বিএনপি ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে এবং টাকা ছড়াচ্ছে। তাই আমি আপনাদের বলতে চাই কোথায় এবং কোন কোন ছাপাখানাগুলো এ ধরনের ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে, তা খুঁজে বের করুন।’
তিনি বলেন, ‘এ বিষয়ে কোন সন্দেহ নাই যে, তাদের একটি খারাপ পরিকল্পনা আছে’।
শেখ হাসিনা বলেন, বিএনপি এখন নিজেদের কার্যালয় ও যানবাহনে অগ্নিসংযোগের মাধ্যমে আওয়ামী লীগকে দোষারোপ করার ষড়যন্ত্রে লিপ্ত।
তিনি বলেন, তারা যাতে আবারও সন্ত্রাসী কর্মকান্ড চালাতে না পারে সেজন্য জনগণকে সতর্ক থাকতে হবে। ‘জনগণকে এটা প্রতিরোধ করতে হবে এবং তাদের (বিএনপি) ষড়যন্ত্র সফল হতে দেয়া যাবে না।’
শেখ হাসিনা বলেন, আজকে খবর পেলাম। তারা নাকি ভুয়া ব্যালট ছাপাচ্ছে। নির্বাচনের ঠিক তিন চারদিন আগে প্রচুর অর্থ ছড়িয়ে নির্বাচনকে তাদের পক্ষে নেওয়ার পরিকল্পনা করছে। এরা এই ধরনের ষড়যন্ত্র করবে। দরকার হলে নিজের গাড়ি বা অফিসে আগুন দিয়ে আওয়ামী লীগকে দোষারোপ করবে। এই ধরনের চক্রান্তে তারা ব্যস্ত হয়ে গেছে। আরও কিছু ষড়যন্ত্র-চক্রান্ত আছে। সবাই প্রত্যেকে খোঁজ নেন কোথায় তারা কোন ব্যালট পেপার ছাপায়। কারণ ওদের অভ্যাস আছে। এই ধরনের অপকর্ম বিএনপি-জামায়াই পারবে। তাই এই নির্বাচনেও কিছু একটা করতে পারে।’